প্রিয় সবাই, শুভেচ্ছা..অনেক দিন ধরেই একটা আইডিয়া মাথায় ঘুরছিল..ভাবলাম এবার সেটি বাস্তবায়নে মাঠে নেমে পড়ার পালা..
নিয়মিত ভাবে প্রতি মাসে একটা করে এডিট এ থন করার চিন্তা করছিলাম অনেকদিন ধরেই..এতে করে যেমন বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে আগ্রহীদের সঙ্গে যারা নিয়মিত কাজ করছেন তাদের যোগাযোগ বাড়বে তেমনি এক জায়গায় অনেকেই বসে অবদান রাখতে পারলে সেটি বেশ ভালো হবে..এমন আইডিয়ার শুরুটা করতে চাই "নোবেল বিজয়ী"দের নিবন্ধগুলো যুক্ত করা/ঠিক করার মাধ্যমে। আর সেটির শুরুটা হবে আগামী মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) অফিসে (ঠিকানা:).. এ এডিট এ থনে যে কেউ যোগ দিতে পারেন..বিডিওএসএন অফিসে তিনটি ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার এবং ওয়াইফাই সুবিধা রয়েছে..তাই আগ্রহী যে কেউ নিজের ল্যাপটপ নিয়ে যুক্ত হতে পারবেন এ এডিট এ থনে..
যেহেতু কাজটি হবে অনলাইনে তাই চাইলে যে কেউ অনলাইনে যে কোন স্থান থেকেই এ সময়ে এ এডিট এ থনে যুক্ত হতে পারেন..সেক্ষেত্রে এ নির্দিষ্ট সময়ে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কাজ করবো (যেমন এবার হবে নোবেল বিজয়ীদের নিবন্ধ তৈরি নিয়ে)..
এ কাজটি নিয়মিত করতে চাই..শুরুটা হবে নোবেল বিজয়ীদের নিবন্ধ দিয়ে..পরবর্তীতে একবার একটি বিষয় নিয়ে হবে..নতুন যারা বিভিন্ন সময়ে কিভাবে উইকিপিডিয়া অবদান রাখতে হয় জানতে চান, তাদের জন্য এটা দারুন এক সুযোগ..
কারো কোন আইডিয়া থাকলে শেয়ারের অনুরোধ রইল..
এডিট এ থন-১ *নোবেল পুরস্কার এডিট এ থন* ১৪ অক্টোবর, বিকেল ৫-৮টা স্থান: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) শেলটেক নিরিবিলি ২১০/২ এলিফ্যান্ট রোড (২য় তলা), ঢাকা [বাটা সিগন্যালের পাশে] ফেসবুক ইভেন্ট পেজ: https://www.facebook.com/events/1488998041368961/?source=1
চাইলে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে: +৮৮০১৭১২৭৫৪৭৫২