প্রিয় সবাই,একটি সুখবর। আজ ১০ অক্টোবর বাংলা উইকিউক্তি সাইটটি তৈরি হয়েছে। অনেকবছর ধরে এটি ইনকিউবেটরে ছিলো। গত কয়েকমাস ধরে বাংলাদেশ ও ভারত থেকে বেশ কয়েকজন ব্যবহারকারী প্রকল্পটি চালু করতে শ্রম দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।উইকিউক্তি হলো বিভিন্ন উল্লেখযোগ্য উক্তিসমূহের একটি বিনামূল্য অনলাইন সংকলন। এখানে বাংলাভাষা ছাড়াও বিভিন্ন ভাষার উল্লেখযোগ্য উক্তির অনুবাদ রয়েছে।আপনাদের উইকিউক্তিতে অবদান রাখতে আমন্ত্রণ জানাচ্ছি। সাইটের লিংক: https://bn.wikiquote.orgশুভেচ্ছান্তে,ইয়াহিয়া,উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Yahya
প্রিয় সবাই,
উইকিমিডিয়া বাংলাদেশ উদ্যোগে বাংলা উইকিবইয়ে উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২২
<https://w.wiki/5jMb> শীর্ষক একটি মাসব্যাপী বই লিখন প্রতিযোগিতা শুরু
হয়েছে। এই প্রতিযোগিতায় অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিবই থেকে নতুন বই তৈরি
করা হবে।
উক্ত প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণের মাধ্যমে উইকিবইকে সমৃদ্ধ করার আমন্ত্রণ
জানানো হচ্ছে। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া বাংলাদেশের
পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় <https://w.wiki/5jMb>
বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে।
শুভেচ্ছাসহ,
--
*শাকিল হোসেন *(he/him)
Facebook <https://www.facebook.com/shakil.MdsHosen>, Telegram
<https://t.me/ShakilMdsHosen>