প্রিয় সুধী,
আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমকে সামনে রেখে
উইকিমিডিয়া ফাউন্ডেশনে প্রজেক্ট গ্র্যান্টের জন্য সম্প্রতি আবেদন করেছি।
আপনাদের সবাইকে সেটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এতে সমর্থন থাকলে
অনুগ্রহ করে এন্ডোর্স করতে ভুলবেন না।
প্রজেক্টের লিঙ্কঃ
https://meta.wikimedia.org/wiki/Grants:Project/Wikipedia_Education_Program_…
ধন্যবাদ
রকি
প্রিয় সবাই,
বরাবরের মত এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ানরা দেশের কয়েকটি স্থানে জড়ো হবেন। আপনিও চলে আসতে পারেন :) ঐতিহ্যগতভাবে আমরা এই দিনটিতে উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহ্বান জানাই। ঢাকাসহ অন্যান্য স্থানেও উইকিপিডিয়ানরা এটি পালন করে থাকেন। আপাতত ঢাকার তথ্য যুক্ত করা হলো।
পূর্বে আমরা ঢাকার বইমেলার প্রবেশপথের পাশে দাঁড়াতাম কিন্তু দুই/তিন বছর যাবত ভিড় বেশি থাকার কারণে ওদিকে দাঁড়ানো নিষেধ রয়েছে। তাই গত দুই বছর জাতীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়েছি। এবারও ওখানেই ইচ্ছে, না হলে টিএসসির দিকে দাঁড়াতে হবে। ইভেন্ট পাতায় নাম্বার রয়েছে, আসার পর দয়া করে কল দেওয়ার অনুরোধ।
এই পাতায় তথ্য রয়েছে: https://bd.wikimedia.org/s/1ui
ধন্যবাদ
নাহিদ
প্রিয় সবাই,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ‘বাংলা উইকিপিডিয়া’ আজ ২৭ জানুয়ারি ১৬ বছরে পদার্পণ করেছে। ২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া বাংলা উইকিপিডিয়া ধীরে ধীরে সমৃদ্ধ হতে হতে এখন এতে ৮০ হাজারের বেশি নিবন্ধ আছে। গত বছর এই দিনে নিবন্ধ সংখ্যা ছিলো ৬৪ হাজার।
এখন মাসে বাংলা উইকিপিডিয়াতে গড়ে অবদান রাখেন হাজারের বেশি অবদানকারী যদিও নিয়মিত অবদানকারী এখনো অনেক কম। নিবন্ধ বৃদ্ধির সাথে সাথে এখন বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ পড়ার হারও বেড়েছে। গত বছর সারা বিশ্ব থেকে বাংলা উইকিপিডিয়া প্রায় ২৬ কোটি বার পড়া হয়েছে। ২০১৮ সালে যা ছিলো ১৯ কোটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
* এ সংক্রান্ত ব্লগ: https://wikimedia.org.bd/blog/84
ধন্যবাদ
Nahid Sultan
Secretary, Wikimedia Bangladesh
https://wikimedia.org.bd<https://wikimedia.org.bd/>