প্রিয় সবাই, বেশ কিছুদিন যাবত অনলাইন আড্ডা আয়োজন করা হচ্ছে না। সুতরাং আগামী ৩১ অক্টোবর, শনিবার বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত (ভারতে ৭.৩০-৯.৩০) অনলাইন আড্ডা দেব। আড্ডাটি গুগল মিটে অনুষ্ঠিত হবে। যেহেতু বেশ কিছু সময় বিরতি দিয়ে আড্ডাটি হচ্ছে সুতরাং কোন নির্দিষ্ট আলোচ্যসূচি নেই। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন বা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে আগ্রহী যে কাউকে স্বাগতম :) ধন্যবাদ।
আড্ডার লিংক: https://meet.google.com/afq-wmwb-huk
ধন্যবাদ
নাহিদ সুলতান
সুধী,
আশা করি কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে সবাই ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয়
উইকিসংকলনের মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা (১লা নভেম্বর ২০২০ – ১৫ই নভেম্বর ২০২০
)[১] শুরু হচ্ছে । সকল বাংলা উইকিমিডিয়ানদের আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ
করতে আন্তরিক অনুরোধ করি। এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন
ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত।
উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি
প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের
লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও
থাকে।যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি
বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে
পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়।
ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা
ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন
ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক
দরকার কাজ করার জন্য। আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও
উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।[১]
*প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার*
*প্রথম পুরস্কার* - ৳ ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
*দ্বিতীয় পুরস্কার* - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
*তৃতীয় পুরস্কার* - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
*পঞ্চম থেকে দশম পুরস্কার* - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি
মেমেন্টো
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/
) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে ( আমজন
গিফট ভাউচার ) পাঠানো হবে। বাংলাদেশে ( অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের
শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা
সম্ভব নাও হতে পারে।
প্রতিযোগিতায় আপনাকে সবাইকে স্বাগতম।
শুভেচ্ছা,
জয়ন্ত দা
১)
https://bn.wikisource.org/wiki/উইকিসংকলন:ভারতীয়_উইকিসংকলন_মুদ্রণ_সংশোধন_প্…