প্রিয় সুধি
*আসসালা-মু 'আলাইকুম*
স্বাগতম *উইকিবার্তা*র ২০১৯-এর অক্টোবর সংখ্যায়।
ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
https://wikibarta.wikimedia.org.bd
[image: Issue#6-Cover.png]
এবারের সংখ্যার মূল আকর্ষণ উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক "ক্যাথরিন
মা'র"-এর সাক্ষাৎকার, উইকি-আন্দোলন সম্পর্কে তাঁর চিন্তা-ভাবনা, ভালো-লাগা,
আশাবাদ - সবই উঠে এসেছে সুন্দর করে। আছে বাংলা উইকিপিডিয়া যাঁদের হাত ধরে
হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছে, তাঁদের একজন রাগিব হাসান-এর স্মৃতিকথন। আছে
বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের একমাত্র অনুমোদিত চ্যাপ্টার "উইকিমিডিয়া
বাংলাদেশ"-এর নবম বছরে পদার্পণ উপলক্ষে সালতামামী। মোট ২৭টি ভালো মানের লেখার
এক পাওয়ারপ্যাক।
বরাবরের মতোই আমরা, ফেসবুক কমেন্ট ফিচারের সহায়তায় আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা
করি - জানতে চাই আপনাদের মন্তব্য, ভালোলাগা, মন্দলাগা...।
ধন্যবাদ উইকিবার্তার প্রদায়কদের, সম্পাদকমণ্ডলীকে, কারিগরী দল এবং
স্বেচ্ছাসেবকদেরকেও।
স্বাগতম!
*Mayeenul Islam*
*Full-Stack PHP Developer*
<https://nanodesignsbd.com?ref=email>
Email: wz.islam(a)gmail.com
Résumé: mayeenulislam.github.io
Blog: nishachor.com
Works at upwork
<https://www.upwork.com/o/profiles/users/_~0151e764ff4fcffeaf/>
*Bangla Wikipedia* Editor <https://bn.wikipedia.org/s/23ar>| Founding
member of Wikimedia Bangladesh
<https://bd.wikimedia.org/wiki/নির্বাহী_পরিষদ/২০১১-১৬/en>
প্রিয় সবাই,
সেপ্টম্বর মাসব্যাপী চলা বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’-এর বাংলাদেশের বিজয়ী নির্বাচন করা হয়েছে। বাংলাদেশের বিজয়ী এই ১০টি ছবিই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
পুরো অক্টোবর মাস ধরে তিন দেশের চারজন বিচারক কয়েকটি ধাপে প্রায় ৪ হাজার ছবি থেকে এই ১০টি নির্বাচন করেছেন। গত দুই বছর যাবত আমাদের কয়েকটি করে ছবি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে। দেখা যাক এবার কি হয় 🙂
বিজয়ী ও বিস্তারিত দেখুন এখানে: https://wikimedia.org.bd/blog/81
যাঁরা আয়োজনের বিভিন্ন পর্যায়ে সাহায্য করেছেন তাঁদেরসহ বিচারক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ।
Nahid Sultan
Secretary, Wikimedia Bangladesh
https://wikimedia.org.bd<https://wikimedia.org.bd/>