সুধী,
উইকিমিডিয়ানদের বার্ষিক মিলনমেলা *উইকিমিডিয়া সম্মেলন ২০১৮* সদ্য সমাপ্ত
হয়েছে। এবারে সম্মেলনে ৭৯টি দেশের ৩০০+ অংশগ্রহণকারী অংশ নেয়। উইকিমিডিয়া
বাংলাদেশ থেকে আমি ও নাহিদ সুলতান অংশ নিই এবং অন্তর্ভুক্তি কমিটি
(Affiliation Committee) থেকে তানভির মোর্শেদ অংশ নিয়েছেন এবারের সম্মেলনে।
এবারের সম্মেলন ২০-২২ এপ্রিল অনুষ্ঠিত হয়, এবং তার আগে ১৮-১৯ এপ্রিল
প্রিকনফারেন্স: Learning Days অনুষ্ঠিত হয়।
প্রিকনফারেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে
নানাবিধ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের নিজ অভিজ্ঞতার
আলোকেই ডিজাইন করা বেশকিছু সেশন ছিল, যেখানে আমরাই বিভিন্ন সমস্যা তুলে ধরে তা
সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করি।
মূল সম্মেলনেও এ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মূলত Movement Strategy,
Movement Partnership এবং Capacity Building & Learning - এ তিনটি ধাপে
সেশনগুলোর আয়োজন করা হয়। প্রয়োজন অনুযায়ী নানাবিধ সেশনে অংশ নিয়েছি আমি।
মূল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথেও বেশকিছু
বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে একত্রে কী ধরণের কাজ করা যেতে পারে বা
তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে কীভাবে এগোতে পারি এ ব্যাপারে
আলোচনা হয়। এ ব্যাপারে আগামীতে কিছু প্রকল্প উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে
আয়োজন করতে পারব বলে আশা করছি।
সম্মেলন বিষয়ে আরো বিস্তারিত উইকিমিডিয়া বাংলাদেশের দ্বিমাসিক সাময়িকী
*উইকিবার্তা*র পরবর্তী সংখ্যায় পাবেন। :)
ধন্যবাদসহ,
অংকন ঘোষ দস্তিদার
--
Community Director, Planning & Outreach || Wikimedia Bangladesh
Twitter: @Iagdastider <https://twitter.com/Iagdastider>
প্রিয় সুধি
আসসালামু 'আলাইকুম এবং শুভ বাংলা নববর্ষ ১৪২৫
নতুন বছরে, কাজে কর্মে নতুন করে গতিশীলতা নিয়ে আনতেই হোক, কিংবা সংগঠনের
সদস্যদেরকে কাজের অবগতির মধ্যে রাখতেই হোক, নবনির্বাচিত সভাপতি শাবাব
মুস্তাফা'র প্রস্তাবে একটি দ্বিমাসিক/ত্রৈমাসিক প্রচারপত্র প্রকাশের প্রস্তাব
সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল
এর মূল লক্ষ্য ছিল
- উইকিপিডিয়া, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও এর সহপ্রকল্পসমূহ কিংবা উইকিমিডিয়া
বাংলাদেশের যাবতীয় কার্যক্রম, ঘটনাপ্রবাহ সম্পর্কে কম্যুনিটিকে অবগত রাখা
- উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যদের মধ্যে উদ্দীপনা আর কাজের আগ্রহ সৃষ্টি করা
- নতুনদের সংগঠনের কাজে অংশগ্রহণে উৎসাহ দেয়া
যাহোক
সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সংগঠনের একটি ছোট্ট দল ভিতরে ভিতরে তাদের
মনোবাঞ্ছা অটুট রেখেছিলেন, এবং উইকিপিডিয়ার, উইকিমিডিয়ার আঞ্চলিক, জাতীয়,
আন্তর্জাতিক ঘটনা, খবরাখবর ইত্যাদি সম্বলিত একটি প্রচারপত্র তৈরির জন্য কাজ
করে গেছেন
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি
আজ এই নতুন বছরে তাঁদের সেই প্রয়াস আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি
[image: WMBD-April-2018-cover.jpg]
পিডিএফ ডাউনলোড করতে এই লিংক ভিযিট করুন
http://publication.wikimedia.org.bd/download/WMBD-Publication-April-2018.pdf
প্রথম সংস্করণ যদিও আমরা পিডিএফ আকারে করেছি, ইনশাল্লাহ পরবর্তি সংস্করণ থেকে
হয়তো আমরা একটি অনুসন্ধানযোগ্য ওয়েব সংস্করণ আপনাদের উপহার দিতে পারবো।
পরবর্তি সংস্করণের জন্য আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি
শুভ হোক আগামীর পথচলা...
*Mayeenul Islam*
*Front-end Designer & WordPress Developer*
<http://nanodesignsbd.com?ref=email>
email: wz.islam(a)gmail.com
blog: nishachor.com
Works at upwork
<https://www.upwork.com/o/profiles/users/_~0151e764ff4fcffeaf/>
*Bangla Wikipedia* Editor <https://bn.wikipedia.org/s/23ar>| Founding
member of Wikimedia Bangladesh
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC…>
সময়ের পরিক্রমায় আরো একটি নতুন বছর শুরু হচ্ছে। পুরোনো গ্লানি পুরোনো জরা
ঘুঁচে গিয়ে নতুন বছরে সকলের সব উদ্যোগ শুভ হোক।
সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ!