প্রিয় সবাই, এরপূর্বে আমরা বাংলা উইকিপিডিয়া নিয়ে কি প্রকল্প হাতে নেওয়া যায় সেগুলোর আইডিয়া সবার কাছে আহ্বান করেছিলাম। অনেকেই দিয়েছেনও, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এ ব্যাপারে গুগল হ্যাংআউটে একটি অনলাইন মিটিং করতে চাই। এই অনলাইন মিটিং এর উদ্দেশ্য দুটি,
প্রথমত, অনেকদিন যাবত সম্প্রদায়ের সবার সাথে অনলাইন কোন মিটিং হয় না (সবার পক্ষে অফলাইন মিটআপে আসাও সম্ভব হয় না) সুতরাং এটা আড্ডা হিসেবেও বিবেচিত হতে পারে। সুতরাং আপনার কাছে কোন আইডিয়া না থাকলেও সমস্যা নাই, উইকিপিডিয়া নিয়ে এমনি আলাপ হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এ ধরণের আড্ডা যাতে নিয়মিত আয়োজন করা যায় সে ব্যাপারেও একটি ধারণা হবে। দ্বিতীয়ত, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উইকিপিডিয়া নিয়ে আউটরিচ বা অনলাইন যৌথ অনুষ্ঠান করতে চাইলে সেগুলো আরও ভালোভাবে কিভাবে করা যায় সে ব্যাপারে সম্প্রদায়ের আইডিয়া/মতামত/পরামর্শ সংগ্রহ করা।
বাংলা উইকিপিডিয়ার ব্যাপারে আগ্রহী যে কেউ অংশ নিতে পারেন (তবে ২৫ জনের বেশি হ্যাংআউটে গ্রুপ কল করা যায় না, এরচেয়ে বেশি হবে না বলেই বিশ্বাস)।
তারিখ: ২৭শে অক্টোবর
সময়: রাত ৯টা থেকে ১১টা (বাংলাদেশ সময়)
হ্যাংআউট লিংক: https://hangouts.google.com/call/JCwdozs2wGzK_NlqkRl-AEEM
সবশেষে, লিস্টে মেইল দিতে মনে নাই। আজ ২৬শে অক্টোবর অফলাইন নিয়মিত আড্ডার অংশ হিসেবে যথারীতি বিকাল ৪টায় শাহাবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনের চত্ত্বরে উইকিপিডিয়া আড্ডা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ তারিখ যেহেতু উইকিমিডিয়ার আরও একটি প্রকল্প উইকিউপাত্তের ৬ষ্ঠ জন্মদিন সেহেতু আমরা ছোটখাটো একটা কেকও কাটবো আড্ডায়। এখানেও সবাইকে আমন্ত্রণ।
ধন্যবাদ
নাহিদ সুলতান
উইকিমিডিয়া বাংলাদেশের এই পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর জন্য।উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী কমিটিকে ধন্যবাদ।
রাফায়েল রাসেল------------------------
------ Original message------From: Nahid SultanDate: Sat, Oct 6, 2018 3:34 PMTo: Wikimedia Bangladesh;Cc: Subject:[Wikipedia-BN] সাম্প্রতিক ‘পেইড এডিটিং’ বিতর্কে উইকিমিডিয়া বাংলাদেশের অবস্থান ও অ্যাকশন
প্রিয় সবাই,
অাপনারা অনেকেই অবগত অাছেন যে, সম্প্রতি আমাদের বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের একজন নিয়মিত সদস্যের (নুরুন্নবী চৌধুরী (হাছিব)) বিরুদ্ধে পাবলিক মেইলিং লিস্ট এবং বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় ‘না জানিয়ে অর্থের বিনিময়ে উইকিপিডিয়ায় সম্পাদনার’ অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় আলোচনার মাধ্যমে তার প্রশাসক অধিকার বাতিলসহ সাইটে বাধাদান করে।[১] তিনি বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশেরও বোর্ড মেম্বার ছিলেন। যদিও বিতর্কটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় সম্পর্কিত, তথাপি সাংগঠনিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশ
ব্যাপারটির গুরুত্ব বিবেচনা করে এ সম্পর্কে আলোচনা শুরু করে।
একইসাথে উইকিমিডিয়া বাংলাদেশ যেহেতু বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করে সেহেতু সাংগঠনিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশও, উইকিমিডিয়া প্রকল্পসমূহের সকল নীতিমালা সমর্থন করে ও বাংলা উইকি সম্প্রদায়ের মতামতের প্রতি শ্রদ্ধাশীল।
উপরোক্ত বিতর্কের জেরে উইকিমিডিয়া বাংলাদেশের সকল পদ থেকে জনাব নুরুন্নবী চৌধুরী (হাছিব) বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দেন। বোর্ড তার আবেদনটি আমলে নিয়ে সর্বসম্মতিক্রমে তার নিয়মিত সদস্যপদসহ উইকিমিডিয়া বাংলাদেশের সাথে সব অ্যাফিলিয়েশন বাতিল করে একটি রেজোলিউশন
পাশ করে যা গত ৩ অক্টোবর ২০১৮ তারিখে কার্যকর হয়েছে।[২]
বিগত দিনসমূহে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও সহায়তা করার জন্য আমরা জনাব নুরুন্নবী চৌধুরী (হাছিব)-কে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
১. বাংলা
উইকিপিডিয়া আলোচনাসভা
২. https://bd.wikimedia.org/s/1f2
বোর্ডের পক্ষে,
নাহিদ সুলতান, সাধারণ সম্পাদক
প্রিয় সবাই,
অাপনারা অনেকেই অবগত অাছেন যে, সম্প্রতি আমাদের বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের একজন নিয়মিত সদস্যের (নুরুন্নবী চৌধুরী (হাছিব)) বিরুদ্ধে পাবলিক মেইলিং লিস্ট এবং বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় ‘না জানিয়ে অর্থের বিনিময়ে উইকিপিডিয়ায় সম্পাদনার’ অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় আলোচনার মাধ্যমে তার প্রশাসক অধিকার বাতিলসহ সাইটে বাধাদান করে।[১] তিনি বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশেরও বোর্ড মেম্বার ছিলেন। যদিও বিতর্কটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় সম্পর্কিত, তথাপি সাংগঠনিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশ ব্যাপারটির গুরুত্ব বিবেচনা করে এ সম্পর্কে আলোচনা শুরু করে।
একইসাথে উইকিমিডিয়া বাংলাদেশ যেহেতু বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করে সেহেতু সাংগঠনিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশও, উইকিমিডিয়া প্রকল্পসমূহের সকল নীতিমালা সমর্থন করে ও বাংলা উইকি সম্প্রদায়ের মতামতের প্রতি শ্রদ্ধাশীল।
উপরোক্ত বিতর্কের জেরে উইকিমিডিয়া বাংলাদেশের সকল পদ থেকে জনাব নুরুন্নবী চৌধুরী (হাছিব) বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দেন। বোর্ড তার আবেদনটি আমলে নিয়ে সর্বসম্মতিক্রমে তার নিয়মিত সদস্যপদসহ উইকিমিডিয়া বাংলাদেশের সাথে সব অ্যাফিলিয়েশন বাতিল করে একটি রেজোলিউশন পাশ করে যা গত ৩ অক্টোবর ২০১৮ তারিখে কার্যকর হয়েছে।[২]
বিগত দিনসমূহে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও সহায়তা করার জন্য আমরা জনাব নুরুন্নবী চৌধুরী (হাছিব)-কে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
১. বাংলা উইকিপিডিয়া আলোচনাসভা<https://bn.wikipedia.org/w/index.php?oldid=3132017#%E0%A6%AC%E0%A7%8D%E0%A6…>
২. https://bd.wikimedia.org/s/1f2
বোর্ডের পক্ষে,
নাহিদ সুলতান, সাধারণ সম্পাদক