প্রিয় সবাই,
বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলসমূহের ছবি নিয়ে হয়ে যাওয়া ‘উইকি লাভস আর্থ’ প্রতিযোগিতার বিজয়ী ছবিগুলো প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক এই ছবি প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের বিচারক ছিলেন যুক্তরাজ্যের কলিন হার্কনেস, ব্রাজিলের উইলফ্রেদো রাফায়েল ও জার্মানির জার্মানির অ্যান্সগার কোরেন। বিচারকগণ আলাদা আলাদাভাবে ৪টি ধাপে ২০০০ ছবি থেকে দশটি ছবি নির্ধারণ করেছেন যেগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে সব দেশের বিজয়ী ১০টি করে ছবি পর্যালোচনা করে আন্তর্জাতিকভাবে বিজয়ী নির্ধারণ করা হবে।
বাংলাদেশের বিজয়ী ছবি: http://wikimedia.org.bd/blog/50-winners-wlebd2017
ধন্যবাদ।
Nahid Sultan
User:NahidSultan<https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on all Wikimedia Foundation<https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s public wikis
Secretary, Wikimedia Bangladesh<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
Twitter: @nahidunlimited<https://twitter.com/nahidunlimited>