প্রিয় সবাই
মাহে রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবার্ক। বাংলা উইকি কমিউনিটি প্রতি বছর
ইফতার আয়োজন করে থাকে এর ধারাবাহিকতায় এই বছরও ইফতার'র আয়োজন হবে আশা করি। এই
নিয়ে তন্ময় ভাই'র সাথে কথা হয়েছে। ইফতার'র দিন/ডেট একটু আগে আগে হলে ভাল হয়
কারন পর অনেক ভীর থাকে। এবং স্টার হোটেলে না করে ঢাকা বিশ্ববিদ্যালয় 'স্থ
আইবিএ ক্যান্টিন অথবা কোন ক্যাটারিং সার্ভিস থেকে খাবারের ব্যবস্থা করে
নিজেরা-নিজেরা আয়োজন করতে পারি। ইফতারের ডেট, ভেন্যু, মেন্যু ও সর্বোপরি আয়োজন
সম্পর্কে বিজ্ঞজনের মতামত ও সাহায্য আশা করছি। কারন আপনারা সবাই জানেন
উইকিমিডিয়া বাংলাদেশ ভলান্টিয়ার নির্ভর প্রতিষ্ঠান এবং নিজেদের কাজ নিজেরাই
করতে অভস্থ ও আগ্রহী।
আশা করি সবাই দ্রুত মতামত দিয়ে সব কিছু ঠিক করে ফেলতে পারবো।
(*পুনশ্চঃ* প্রাক্তন সেক্রেটারি ও বর্তমান এক্সি. মেম্বার তানভির রহমান দেশেই
আছেন এবং তিনি ২০ই জুন দেশ ত্যাগ করবেন, সো আমার মনে হয় ইফতারের ডেট ২০ই জনের
আগে হলে সুন্দর হয়)।
মেইলান্তে,
আর. কে. হান্নান (User: Sufe)