প্রিয় সবাই,
শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন সম্প্রতি বাংলাদেশের বর্তমানে সক্রিয় ১৭টি
কমিউনিটি রেডিওতে যারা কাজ করেন তাদের উইকিপিডিয়ায় যুক্ত করার একটি উদ্যোগ
নেওয়া হয়েছে। এ কমিউনিটি রেডিওগুলো নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ এনজিওস
নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) সহায়তায় গত ২৭ নভেম্বর
ঢাকার বিএনএনআরসি কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক
পর্যায়ে কমিউনিটি রেডিও পরিচালনাকারীদের সহায়তাকারী এবং বিএনএনআরসি’র কর্মীরা
অংশ নিয়েছে। কর্মশালা পরিচালনায় ছিলাম আমি এবং আমাদের বাংলা উইকিপিডিয়ার দুই
প্রশাসক নাহিদ সুলতান এবং তানভির মোর্শেদ। আগামী বছরের শুরু থেকে আমরা
পর্যায়ক্রমে ১৭টি কমিউনিটি রেডিওতে কর্মরত এবং যুক্তদের উইকিপিডিয়ায় যুক্ত
করার কার্যক্রম শুরু করবো। উল্লেখ্য, এ ১৭টি কমিউনিটি রেডিও দেশের ১৭টি
বিভাগীয় ও জেলায় অবস্থিত।
ইতিমধ্যে অনেকেই জানেন, আমাদের বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ খুবই কম।
বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষে আমি একটি প্রকল্প নিয়ে কাজ
করছি বেশ কিছুদিন ধরেই। এ প্রকল্পে সহযোগিতা করবে আমাদের সক্রিয় উইকিপিডিয়ান
আফিফা আফরিন। প্রাথমিক ভাবে পরিকল্পনা হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র
মেয়েদের জন্য কর্মশালা/আলোচনার আয়োজন করা। এটা পাইলট আকারে করে এর ফলাফলের ওপর
ভিত্তি করে সারাদেশে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা আছে। প্রাথমিক পাইলটের অংশ
হিসেবে গত ২৪ নভেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশে প্রথম কর্মশালাটি
অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশের শিক্ষার্থী ছাড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। যেহেতু এটি আমাদের নারী
উইকিপিডিয়ানদের অংশগ্রহণ বাড়ানোর একটি উদ্যোগ ছিলো তাই আমি বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কর্মশালা পরিচালনায়
ছিলাম আমি, নাহিদ সুলতান এবং আফিফা আফরিন। সহযোগিতায় ছিলো আমাদের আরেক সক্রিয়
উইকিপিডিয়ান ইব্রাহিম হোসেন মেরাজ। পাইলট হিসেবে এটি বেশ ভালো হয়েছে।
দুটি আয়োজনের সহযোগিতায় ছিলো উইকিমিডিয়া বাংলাদেশ।
আয়োজন সংক্রান্ত ছবি পাওয়া যাবে:
[১]
https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Workshop_for_Banglade…
[২]
https://commons.wikimedia.org/wiki/Category:Workshop_for_women_at_World_Uni…
ধন্যবাদ সবাইকে।
-হাছিব
--
*Nurunnaby Chowdhury (Hasive) **:: **নুরুন্নবী চৌধুরী (হাছিব)*
User: Hasive <http://meta.wikimedia.org/wiki/User:Hasive> |
GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia <http://bn.wikipedia.org/wiki/user:Hasive>
Board Member | Wikimedia Bangladesh <http://www.wikimedia.org.bd/>
fb.com/Hasive <http://fb.com/NCHasive> | @nhasive
<http://www.twitter.com/nhasive> | www.nhasive.com
সুধী,
শুভেচ্ছা নেবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ বিভিন্ন সময় সংগঠন সংক্রান্ত কার্যক্রমে পরামর্শের জন্য বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের রেজুলিউশন পাশ করেছে।
উপদেষ্টা পরিষদ সংক্রন্ত রেজুলিউশন: https://bd.wikimedia.org/wiki/ACRESOLUTION
এছাড়াও এই পরিষদে রাগিব হাসান ভাইকে প্রথম সদস্য করা হয়েছে। পর্যায়ক্রমে র্যাজুলিউশনের নীতিমালা অনুসারে এই পরিষদে উপদেষ্টামন্ডলী আরও বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, বাংলা উইকিপিডিয়া যাদের হাত ধরে শুরু হয়েছে রাগিব হাসান ভাই তাদের মধ্যে অন্যতম। তিনি উইকিমিডিয়া বাংলাদেশেরও অন্যতম একজন প্রতিষ্ঠাতা। ২০০৪ সাল থেকে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে কাজ করা রাগিব ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। রাগিব ভাইকে ধন্যবাদ, এই পরিষদে থাকতে সম্মত হওয়ায়। আমি নিশ্চিত উইকিমিডিয়া বাংলাদেশ, বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্ন গাইডেন্স পেয়ে আরও সামনে এগিয়ে যাবে।
রাগিব হাসান ভাইকে পরিষদে যুক্তকরণ সংক্রন্ত রেজুলিউশন: https://bd.wikimedia.org/wiki/ACMEMBEROCT16
ধন্যবাদ।
Nahid Sultan
User:NahidSultan<https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on all Wikimedia Foundation<https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s public wikis
Secretary, Wikimedia Bangladesh<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
Twitter: @nahidunlimited<https://twitter.com/nahidunlimited>
http://blog.nahidsultan.xyz/
সুধী,
গত ২রা নভেম্বর, রোজ বুধবার, রাজধানীর নটর ডেম কলেজ মিলনায়তনে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলা উইকিপিডিয়া কর্মশালা। এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে নটর ডেম ডিবেটিং ক্লাব (এনডিডিসি)। কর্মশালাটির মাধ্যমে কিভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা যায়, সাধারণ ভুলগুলো কিভাবে এড়ানো যায়, উইকিপিডিয়ার ব্যবহার ইত্যাদি বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। এছাড়া উইকিমিডিয়া কমন্সে ছবি যোগ করার পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। কর্মশালাটিতে প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমি (অংকন ঘোষ দস্তিদার), প্রত্যয় ঘোষ, সভাপতি আলী হায়দার খান তন্ময়, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান, নির্বাহী পরিষদের সদস্য নুরুন্নবী চৌধুরী হাছিব; এবং নটর ডেম ডিবেটিং ক্লাবের মডারেটর শহীদুল হাসান পাঠান উপস্থিত ছিলেন। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে এ ধরণের অনুষ্ঠান আরো আয়োজন করা হবে, যেন এর পাঠক ও ব্যবহারকারী উভয়ই বৃদ্ধি পায়।
অনুষ্ঠানের সকল ছবি পাওয়া যাবে কমন্সের নিচের লিংকেঃ [https://commons.wikimedia.org/wiki/Category:Bangla_Wikipedia_Workshop_at_No…]
কার্যক্রম সম্পর্কেঃ
[https://bd.wikimedia.org/wiki/কার্যক্রম:কর্মশালা/বাংলা_উইকিপিডিয়া_কর্মশালা…]
--
Regards,
Ankan Ghosh Dastider
Member || Wikimedia BangladeshSkype || agdastiderFacebook || Ankan Ghosh Dastider
Twitter || @Iagdastider