সুধী,আগামী ২৯শে আগস্ট শনিবার ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হবে উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম। এতে স্কুলের ছাত্রদের উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পের ব্যবহার সম্পর্কে সচেতন করা হবে। আপনিও উপস্থিত থাকতে পারেন।
ফেইসবুক ইভেন্ট পেইজ: https://www.facebook.com/events/1472601263036273/
ধন্যবাদ।
---
Nahid Sultan
User:NahidSultan on all Wikimedia Foundation's public wikisCommunity Outreach Director of Wikimedia Bangladeshhttp://wikimedia.org.bd
Facebook | Nahid Sultan
Twitter | @nahidunlimited
---------- Forwarded message ----------
From: Kalyan Sarkar <kalyan(a)wikimedia.in>
Date: 2015-10-12 0:03 GMT+05:30
Subject: উইকিঅভিধান
To: Sujay Chandra <77sujay(a)gmail.com>, Parthasarathi Banerjee <
parthasarathi.banerjee(a)gmail.com>
Cc: Jayanta Nath <jayanta(a)wikimedia.in>
সুজয়দা,
উইকিঅভিধানে বটদ্বারা স্বয়ংক্রিয়ভাবে ভুক্তিযোগের জন্য ভুক্তির ম্যানুয়াল ওফ
স্টাইল খুঁজতে গিয়ে কয়েকটা জিনিস বুঝলাম।
*উইকিঅভিধানের উদ্দেশ্য*
যে কোন ভাষার উইকিঅভিধানের উদ্দেশ্য সমস্ত ভাষার সমস্ত শব্দকে বর্ণনা করা।
সুতরাং বাংলা উইকিঅভিধানে শুধু বাংলা ভাষার শব্দ নয় সমস্ত ভাষার সমস্ত শব্দই
থাকবে, কিন্তু তাদের বর্ণনা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে।
*ম্যানুয়াল ওফ স্টাইল*
যে কোন ভাষার উইকিঅভিধানে প্রত্যেকটা ভুক্তির মধ্যে সেই ভাষা এবং অন্যান্য
ভাষার জন্য এক একটা সেকশন থাকবে। তবে অন্যান্য ভাষার সেকশন সব ভাষার জন্য
প্রযোজ্য নয়। যে ভাষার উইকিঅভিধান সেই ভাষা যে লিপিতে লেখা হয়, সেই লিপি
ব্যবহার করে অন্যান্য যে সব ভাষা সেই ভাষাগুলোর মধ্যে যদি এক বা একাধিক ভাষাতে
একই শব্দ থাকে (অর্থ ভিন্ন হতে পারে) তাহলে সেই এক বা একাধিক ভাষার জন্য এক
একটি সেকশন তৈরী করতে হবে। উদাহরণ ইংরাজি port
<https://en.wiktionary.org/wiki/port>। এই ভুক্তিতে ইংরাজি ছাড়াও কাটালান,
দিনেমার, ওলন্দাজ, ফরাসী ইত্যাদি ভাষার জন্য এক একটি সেকশন আছে কারণ এই
ভাষাগুলোও ইংরাজির মত রোমক লিপিতে লেখা হয় এবং এই ভাষাগুলোতেও port শব্দটি
আছে। এই যুক্তিতে বাংলা উইকিঅভিধানে বাংলা লিপিতে লেখা শব্দগুওলোর সর্বাধিক
তিনটি ভাষার সেকশন হতে পারে - বাংলা, অসমিয়া ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী। সেখানে
কিন্তু কোন ইংরাজি, জার্মান, হিন্দী বা তামিল ভাষার সেকশন থাকবে না। এই সব
ভাষার সমার্থক শব্দগুলো অনূদিত সেকশনের মধ্য থাকতে হবে।
আমার বোঝার কোন ভুল হলে দয়া করে শুধরে দিন।
কল্যাণ