প্রিয় সুধী,
উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক
রেজিস্ট্রেশন সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানটির গঠণতন্ত্র [১] অনুযায়ী এর
অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিষদ [২] গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন পরিষদের
সদস্যদের নাম ও ছোট বিবরণ জানতে দেখুন
http://bd.wikimedia.org/wiki/ec<http://bit.ly/wmbdec>।
এছাড়াও প্রাথমিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশের ওয়েবসাইট হিসেবে
bd.wikimedia.orgসাইটটি চালু হয়েছে। এখানে আগ্রহী স্বেচ্ছাসেবকগণ
অ্যাকাউন্ট খুলে সাইটটির
উন্নয়নে কাজ করতে পারেন। যাঁদের বাংলা বা অন্য কোনো উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট
রয়েছে, তাঁরা সরাসরি ঐ উইকিপিডিয়া অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ব্যবহার করেই
উইকিমিডিয়া বাংলাদেশের সাইটটিতে লগইন করতে পারেন।
উইকিমিডিয়া বাংলাদেশের সাফল্যে আমাদের সার্বিক সহযোগিতা কাম্য। সবাইকে
শুভেচ্ছা।
তানভির রহমান
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
[১] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/MoA
[২] http://bd.wikimedia.org/wiki/ec <http://bit.ly/wmbdec>
খবরটি আপনাদের সাথে শেয়ার করছি। উইকিমিডিয়া ফাউন্ডেশনে এখন টাকাতেও দান করা
সম্ভব:
https://donate.wikimedia.org/wiki/Special:FundraiserLandingPage?uselang=bn&…
৩৫০ টাকা থেকে এই দানের অঙ্ক শুরু হয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রেডিট
কার্ডের মাধ্যমে দানের সুযোগ বা অনলাইন অর্থ ট্রান্সফারের সুযোগ আমাদের খুবই
সীমিত, তবুও এরকম একটি অপশন থাকায় ভালো লাগছে।
তবে যাঁদের ক্রেডিট কার্ড নেই, তবে পেপ্যাল অ্যাকাউন্ট আছে, তাঁরা ঐ পেজের
পে-প্যাল লিংকে ক্লিক করে সেখান থেকেও দান করতে পারেন।
তানভির