উইকিপিডিয়ার নিয়মিত বৈঠক নির্ধারিত হয়েছে শুক্রবার রাতে, কিন্তু আমার যদ্দুর
মনে পড়ছে দিনটা বৃহস্পতিবার ঠিক হয়েছিল। তাছাড়া শুক্রবার সবারই ছুটির দিন বিধায়
বৃহস্পতিবারটা সুবিধাজনক ছিল বলেই আমার মনে হয়।
প্রথম অনলাইন বৈঠক সম্বন্ধে বলব একসঙ্গে ১১ জন উইকিপিডিয়ানের সাথে মত বিনিময়
করতে পারা একটা চমৎকার ব্যাপার। উইকিমিডিয়া বাংলাদেশ যদি একটা টিম ওয়ার্ক হয়
তবে এ ধরণের বৈঠক আমাদের টিম স্পিরিট বাড়াবে। আর মিটিং এ আমরা বাংলা উইকির যেসব
শূণ্যতা জরুরি ভিত্তিতে পূরণ করা দরকার তা নিয়ে আলোচনা করতে পারি, যেমন
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের উইকি যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ নয়, এমনকি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিবন্ধটিও সম্পূর্ণ নয়।
তাছাড়া আমরা সবাই যখন একই লক্ষ্যে কাজ করছি তখন একসাথে সপ্তাহে একঘন্টা
কাটানোটা নিশ্চয়ই খুব বোরিং কিছু হবে না!
ফয়সল হাসান,
উইকিমিডিয়া বাংলাদেশ।