গত শুক্রবারে হয়ে যাওয়া উইকিপিডিয়ানদের বৈঠক নিয়ে বলছি (যদিও একটু দেরি হয়ে
গেল!!)। বেলায়েত ভাইয়ের মত আমিও উইকিপিডিয়ার সহকর্মীদের দেখে আমিও খুবই
অনুপ্রাণিত হয়েছি, তাদের উৎসাহ ও আন্তরিকতা দেখে আমার উৎসাহও শতগুণ বেড়ে গেছে!
তবে আড্ডায় মাত্র তিনজনের উপস্থিতি দৃষ্টিসুখকর ছিলো না। আমি জানি না এত কম
উপস্থিতির কারন কী? হতে পারে তা আড্ডাস্থল নির্বাচনের ত্রুটি, প্রচারণার অভাব,
ব্যক্তিগত ব্যস্ততা বা অন্য কিছু, তবে অপারগতা থাকলে তা এই গ্রুপে আলোচনার
সুযোগ আছে।
তবে আলোচনা থেকে একটি জিনিশ মোটামুটি বুঝতে পেরেছি, তা হল উইকিমিডিয়া চ্যাপ্টার
বাংলাদেশ, বা ছবি তোলার কনটেস্ট, বা একাডেমি যাই করা হোক না কেন, আমাদের
প্রয়োজন উৎসাহী স্বেচ্ছাসেবক আর অবশ্যই স্পন্সর!!
আর অনুপস্থিতদের জন্যে একটা বিশেষ ব্যাপার জানাই, আমার আর সৈকত ভাইয়ের
জন্যে শেষ পর্যন্ত কেএফসি ভ্রমণ হিজ হিজ হুজ হুজ থাকেনি!!
সবাই ভালো থাকবেন।