নাহিদ ভাই ও ahmsaqib-এর কাছেও প্রশাসক প্রবেশাধিকার রয়েছে।
আফতাবুজ্জামান উল ্লাহ wrote:
Shahadat Hossain wrote:
ধন্যবাদ। এবং আপনারা জানেন আমি একটা সময়ে উইকিবইয়ের প্রশাসক ছিলাম। এবং কিছু উন্নয়নমূলক কাজ করার চেষ্ট করেছিলাম এবং এই মেইলিং লিস্ট তৈরি তারই অংশ ছিল। এই মেইলিং লিস্ট নিয়ন্ত্রণের এক্সেস সেহেতু আমার কাছেই রয়ে গেছে; যদিও অর্থের বিনিময়ে সম্পাদনা ও একাধিক একাউন্ট ব্যবহারের অভিযোগ এনে আমাকে বৈশ্বিকভবে অবরুদ্ধ করা হয়েছে অসীম মেয়াদে। সে হিসেবে উইকিবইয়ে পুনরায় কাজ আমার করা হবে না। ফলে এই মেইলিং লিস্টের এক্সেস উইকিমিডিয়া বাংলাদেশ বা সংশ্লিষ্ট কেউ আমার থেকে চাইলে নিয়ে নিতে পারেন।
ধন্যবাদ, শাহাদাত হোসেন
On Mon, 24 May 2021, 10:58 pm আফতাবুজ্জামান উল্লাহ, < aftabuzzamanullah(a)gmail.com> wrote:
ধন্যবাদ। _______________________________________________ wikibooks-bn মেইলিং লিস্ট সদস্যতা ত্যাগ করতে wikibooks-bn-leave(a)lists.wikimedia.org ঠিকানায় একটি ইমেইল পাঠান
ধন্যবাদ।
আমার কাছে এই ইমেইল লিস্টের প্রশাসক প্রবেশাধিকার রয়েছে।