আজকেই বাংলাদেশে অবস্থানরত উইকিমিডিয়ানদের বাংলা উইকিসম্মেলন ২০২৪-এ
অংশগ্রহণের জন্য বৃত্তির আবেদন করার শেষ দিন, যারা এখনও আবেদন করেননি তারা
দ্রুত আবেদন করে ফেলুন।
On Wed, 31 Jul 2024, 8:30 pm Shakil Hosen, <mds851913(a)gmail.com> wrote:
> সুপ্রিয় সুধী,
>
> কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি
> বিবেচনায় বৃত্তি নির্ধারণী উপদল শুধুমাত্র ভৌগলিকভাবে বাংলাদেশে অবস্থানরত
> উইকিমিডিয়ানদের জন্য বাংলা উইকিসম্মেলনে অংশগ্রহণের বৃত্তির আবেদনের সময়সীমা
> বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত
> উইকিমিডিয়ানগণ আগামী *৭ আগস্ট* পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
> নতুন সময়সীমা পূর্বে প্রকাশিত বৃত্তির আবেদন পর্যালোচনা প্রক্রিয়ার
> সময়রেখায়
> <https://bd.wikimedia.org/wiki/বাংলা_উইকিসম্মেলন_২০২৪/বৃত্তি#সময়রেখা>
> কোনো প্রভাব ফেলবে না। বিশেষভাবে উল্লেখ্য যে, ৩১ জুলাইয়ের পর কোনোভাবেই
> বাংলাদেশের বাইরে থেকে আসা কোনো বৃত্তির আবেদন বিবেচনায় নেওয়া হবে না।
>
> বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন
> <https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfCEqY3lwPpBx7JPYTyYtyi4MEPYf2M6qk…>
> ।
>
> বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
>
> বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতা
> <https://bd.wikimedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%A…>
> অথবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে করতে
> পারেন।
>
> বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে,
>
> --
> *শাকিল হোসেন *(he/him)
> সদস্য, বৃত্তি নির্ধারণী উপদল
>
প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট
শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://bd.wiki…>বাংলা
উইকিসম্মেলন ২০২৪
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://bd.wiki…>-এর
জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি
সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার
অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য
। সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত
করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://docs.go…>
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল
<https://www.google.com/url?q=https://www.google.com/url?q%3Dhttps://w.wiki/…>
কর্তৃক
কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং
যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
* প্রেজেন্টেশন
* প্যানেল আলোচনা
* সংক্ষিপ্ত অধিবেশন
* কর্মশালা
* পোস্টার অধিবেশন
* হ্যাকাথন
* আড্ডা
* সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন:
https://w.wiki/AfMD
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা
bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক
নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে,
User:ZI Jony
সদস্য, অনুষ্ঠান বিন্যাস উপদল