প্রিয় সবাই,
উইকিমিডিয়া বাংলাদেশ উদ্যোগে বাংলা উইকিবইয়ে উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২২
<https://w.wiki/5jMb> শীর্ষক একটি মাসব্যাপী বই লিখন প্রতিযোগিতা শুরু
হয়েছে। এই প্রতিযোগিতায় অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিবই থেকে নতুন বই তৈরি
করা হবে।
উক্ত প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণের মাধ্যমে উইকিবইকে সমৃদ্ধ করার আমন্ত্রণ
জানানো হচ্ছে। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া বাংলাদেশের
পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় <https://w.wiki/5jMb>
বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে।
শুভেচ্ছাসহ,
--
*শাকিল হোসেন *(he/him)
Facebook <https://www.facebook.com/shakil.MdsHosen>, Telegram
<https://t.me/ShakilMdsHosen>