সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ২৯ অক্টোবর উইকিউপাত্তের অষ্টম জন্মদিন উপলক্ষ্যে উইকিউপাত্ত নিয়ে অনলাইন কর্মশালা এবং সপ্তাহব্যাপী ডাটাথন আয়োজিত হতে যাচ্ছে।
- '*উইকিউপাত্তে হাতেখড়ি*' শীর্ষক অনলাইন কর্মশালাটি আয়োজিত হবে আগামী ২৯ অক্টোবর, রাত ৭টা ৩০ থেকে ৯টা ৩০ (বাংলাদেশ সময়, ইউটিসি +৬)। বাংলা ভাষায় পরিচালিত এ কর্মশালায় উইকিউপাত্তের সূচনা থেকে শুরু করে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা হবে। কর্মশালাটি পরিচালনা করবেন মাহির মোরশেদ। বিস্তারিত জানতে দেখুন: https://w.wiki/hMu.
- কর্মশালার পরদিন অর্থাৎ ৩০ অক্টোবর থেকে *সপ্তাহব্যাপী ডাটাথন* আয়োজিত হবে '*বাংলা ভাষার চলচ্চিত্র*' বিষয়ে। কর্মশালায় ডাটাথনে অংশগ্রহণের উপায় নিয়ে আলোচনা হবে, যেন নবীনরাও কোনো সমস্যা ছাড়াই এ ডাটাথনে অংশ নিতে পারেন। ডাটাথনে অংশগ্রহণকারীদের উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ই-সনদপত্র প্রদান করা হবে।
*কর্মশালার জন্য নিবন্ধন করুন এখানে https://docs.google.com/forms/d/1d3d69jopmlneFZztAJ_JdrdDVT_llj40itEg-LkzYyA/*। যুক্ত হওয়ার বিস্তারিত তথ্য ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
বাংলা সম্প্রদায় এবং আগ্রহী সকলের আন্তরিক অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
শুভেচ্ছান্তে, অংকন ঘোষ দস্তিদার