<div dir="auto">সুধী,<div dir="auto"><br></div><div dir="auto">২০১৭ পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ানদের কাছে একটি ঘটনাবহুল বছর হয়ে রইল। </div><div dir="auto"><br></div><div dir="auto">এই বছর আমাদের ইউজার গ্ৰুপ তৈরি হল। অনন্যার প্রজাপতির প্রকল্পের প্রথম ভাগ যথেষ্ট প্রশংসা কুড়িয়ে দ্বিতীয় ভাগ শুরু হল। কলকাতার বাইরে এই প্রথম দুটি বড় মাপের ফটো-ডকুমেন্টেশনের কাজ হল। একই বছর এই প্রথম তিনটি কলকাতা ফটো-ওয়াক হল। উইকিসংকলনের দশম বার্ষিকী উপলক্ষে সাত মাস ব্যাপী প্রতিযোগিতা হল। দশ হাজারের ওপর বেশি বই আপলোড হল। এই প্রথম পশ্চিমবঙ্গে উইকিডাটার কর্মশালা হল। বিশ্বরূপদা কমন্সে ৫০০০০ ছবি আপলোড করলেন। বেশ কিছু নতুন উইকিমিডিয়ান যোগ দিলেন। সীমিত ক্ষমতা সত্ত্বেও স্বল্প ব্যয়ে আমরা বিভিন্ন প্রকল্পে পরিমাণগত ও গুণগতমান মান বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। </div><div dir="auto"><br></div><div dir="auto">২০১৮তে প্রচুর নতুন প্রকল্পের সম্ভাবনা রয়েছে। আগের বছরের কাজ বাকি রয়েছে কিছু, শীঘ্রই সেগুলো শেষ হবে আশা করি। ইউজার গ্ৰুপের প্রথম বার্ষিক রিপোর্ট ও আর্থিক রিপোর্টও জমা দেওয়া হবে।</div><div dir="auto"><br></div><div dir="auto">পশ্চিমবঙ্গের সকল সক্রিয় উইকিমিডিয়ানদের সম্মিলিত অবদান এই ভাবেই এগিয়ে নিয়ে চলুক এই মুক্ত জ্ঞানের উৎসকে এই কামনা করি।</div><div dir="auto"><br></div><div dir="auto">ধন্যবাদান্তে,</div><div dir="auto">বোধিসত্ত্ব</div></div>