<div dir="ltr"><div><div><div></div>সুধী,<br><br></div>গতকাল যুব প্রত্যাশা সংগঠনের সম্পাদক আব্দুল হামিদের সাথে আমার উইকি কর্মশালার ব্যাপারে কথা হয়েছে। এই আলোচনা অনুযায়ী,<br><br></div><div>১) সম্ভব হলে মে মাসের কোন একটি রবিবার কর্মশালা করা হবে।<br></div><div>২) বাংলা উইকিপিডিয়ার সাথে সাথে উইকিসংকলনের কর্মশালাও করা হবে। (যদিও আমি দুটো আলাদা দিনে দুইটি কর্মশালার পক্ষপাতী, কিন্তু সেটা বিভিন্ন কারণে হয়তো সম্ভব নয়।)<br></div><div>৩) যুব প্রত্যাশা কম্পিউটার, ইন্টারনেট, প্রজেক্টর ও ঘরের ব্যবস্থা করবে।<br></div><div>৪) যাঁরা অভ্র কী-বোর্ড ব্যবহারে স্বচ্ছন্দ শুধুমাত্র তাঁরাই এই কর্মশালায় যোগ দেবেন।<br></div><div>৫) উইকির ব্যাপারে উৎসাহীরাই একমাত্র কর্মশালায় অংশ নেবেন, যুব প্রত্যাশা সেই ব্যাপারে নিশ্চিত করবে। এর ফলে কর্মশালার পরেও তাঁরা যাতে উইকির সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যান, তার সম্ভাবনা বাড়বে।<br></div><div>৬) কর্মশালার আগেই উইকির বিভিন্ন মূল নীতিমালার সারাংশ বা লিঙ্ক অংশগ্রহণকারীদের দেওয়া হবে, যাতে তারা উইকির নীতিমালা ও কর্মপ্রণালী সম্বন্ধে অবহিত হয়ে কর্মশালায় অংশ নিতে পারেন।<br><br></div><div>বাংলা উইকি সম্প্রদায়কে এই বিষয়ে মেলিং লিস্টে সক্রিয় ভাবে আলোচনার জন্য ও কর্মশালা সঞ্চালনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করি। প্রসঙ্গতঃ জয়ন্তদা উইকিসংকলনের ও প্রাচোতোষ উইকিপিডিয়ার কর্মশালা সঞ্চালনের জন্য সম্মত হয়েছেন। <br><br></div><div><div><div><div><div><div>-- <br><div class="gmail_signature"><div dir="ltr"><div>বোধিসত্ত্ব<br><br></div></div></div>
</div></div></div></div></div></div></div>