আমিও মনে করি আমাদের এই মূহুর্তে যথেষ্ট সংখ্যক সেচ্ছাসেবক নেই এধরণের আরও একটি প্রকল্প শুরু করার। বাংলা উইকিপিডিয়া ছাড়া অন্য প্রকল্পগুলোতে সেচ্ছাসেবকের সংখ্যা খুবই নগন্য। এছাড়া বাংলা উইকিপিডিয়াতেও আমাদের অনেক দূর যেতে হবে। তাই এখন আমাদের কোর বিষয় গুলোতেই বেশি মনোযোগ দেয়া উচিৎ।
ধন্যবাদ
তন্ময়
আমিও তানভিরের সাথে একমত, আমাদের এত স্বেচ্ছাসেবক কোথায়? একটা প্রকল্প সুরু করাই যথেষ্ট নয়। আমাদের সেই লোকবল নেই এটা বাস্তব এটা মেনে, এখনই নতুন কোনো প্রকল্প শুরু করা উচিত হবে না বলে আমি মনে করি।জয়ন্ত
_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn