আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন দৈনিক প্রথম আলো সম্প্রতি তাদের
পত্রিকায় প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে করা ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ ধারবাহিক সকল প্রতিবেদন (৬০০টির বেশি) উইকিপিডিয়াতে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে অবমুক্ত করেছে। এ সংক্রান্ত বৈঠকে উইকিমিডিয়া বাংলাদেশ ও প্রথম আলো যৌথভাবে উইকিপিডিয়া নিয়ে কিছু প্রকল্প
হাতে নিতে পারে কিনা সে ব্যাপারেও কিছুটা কথা হয়েছে। এ লক্ষে আমরা উইকিপিডিয়া নিয়ে কি কি যৌথ প্রকল্প/অনুষ্ঠান করা যায় সে ব্যাপারে আইডিয়া সংগ্রহ করছি। সবার আইডিয়া একত্রিত করে অামরা সেগুলো দু পক্ষ বসে কি করা যেতে পারে বা না যেতে পারে সে ব্যাপারে অালোচনা করবো।
আমরা, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কেও আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া, আগামী সপ্তাহে কোন একদিন আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনার জন্য স্কাইপ বা হ্যাংআউট কলের আয়োজন করব। সবশেষে, অনলাইন সব আইডিয়া নিয়ে অফলাইন মিটআপ করে প্রকল্পের একটি
খসরা তৈরি করব। আপনার কাছে কোন প্রকল্পের আইডিয়া বা পরামর্শ বা মতামত থাকলে দয়া করে আগামী ২৬ তারিখের মধ্যে তা তুলে ধরুন। ধন্যবাদ।
নাহিদ সুলতান