সুধী,
সম্প্রদায়ের সকলে অবগত আছেন, বিগত ১০ এপ্রিল থেকে প্রজেক্ট কড়িকাঠ বাংলা উইকিপিডিয়ায় "চিত্রলেখা ঢাকা ২০২৩" প্রতিযোগিতা আয়োজন করছে। বিগত দিনগুলোতে আমাদের ফটোওয়াক থেকে উইকিপিডিয়ায় ঢাকা সংক্রান্ত কন্টেন্টের অপ্রতুলতা লক্ষ্য করেছি এবং সেই থেকে ব্যবহারকারী:Meghmollar2017-এর প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবনায় কড়িকাঠ যুক্ত হয়েছে এবং একে প্রজেক্টের কার্যক্রমের অংশভুক্ত করেছে। প্রজেক্ট কড়িকাঠ উইকিমিডিয়া কমন্স-ভিত্তিক একটি দল। কিন্তু আমাদের তোলা ছবিগুলো উইকিপিডিয়াসহ অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহার করা প্রয়োজন হয়। সেই হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন আমাদের সামগ্রিক কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শুরু থেকেই কড়িকাঠ প্রতিযোগিতা আয়োজনের বিষয় ইতিবাচকভাবে দেখছে।
কিন্তু প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকে কিছু "সুনির্দিষ্ট" ব্যবহারকারী এর আয়োজন ঘিরে "অভূতপূর্ব" বিতর্ক তৈরি করতে চাইছে। সম্প্রদায়ের নীতিমালা এবং আচরণবিধি বহির্ভূতভাবে প্রতিযোগিতার আয়োজক, ব্যবহারকারী:Meghmollar2017-কে হেনস্তা করা হচ্ছে। এর কারণ আমাদের জন্য অননুমেয় নয়। এর সাথে জড়িত ব্যবহারকারী:আফতাবুজ্জামান শুরু থেকেই প্রজেক্ট কড়িকাঠের সাথে সংশ্লিষ্ট সকলকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে গেছেন, আমাদের প্রকল্পকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং হেয় প্রতিপণ্য করে কথা বলার নজির আমরা দেখেছি। প্রতিযোগিতা সংশ্লিষ্ট এই অনাকাঙ্ক্ষিত ও অনাবশ্যক বিতর্ক প্রজেক্ট কড়িকাঠের বিরুদ্ধে উল্লেখিত ব্যক্তির সেই উদ্দেশ্যমূলক পরিকল্পনার অংশ বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
শুরু থেকেই ব্যবহারকারী:আফতাবুজ্জামান এবং উল্লেখিত ব্যক্তির সহযোগী কিছু সম্পাদক তাঁদের অনউইকি প্রভাব কাজে লাগিয়ে উদ্দেশ্যমূলকভাবে কড়িকাঠের সাথে জড়িত সদস্যদের হয়রানি করছেন; যার সর্বশেষ সংযোজন, কোনো আলোচনা, প্রমাণ, ও তদন্ত ছাড়া অবৈধভাবে বানোয়াট অভিযোগ দিয়ে কড়িকাঠের অন্যতম সদস্য, ব্যবহারকারী:Mrb Rafi-কে বাধা প্রদান। প্রজেক্ট কড়িকাঠের "চিত্রলেখা ঢাকা ২০২৩" শুরুর একদিনের মধ্যে এই বাধাপ্রদান আমাদের কাছে কাকতালীয় বলে মনে হচ্ছেনা। ব্যবহারকারী:Mrb Rafi-এর বিরুদ্ধে হয়রানির উদ্ভট অভিযোগ তোলা হয়েছে, যেখানে তাঁর সর্বশেষ সম্পাদনাই ছিল ২০২৩ সালের ১৬ জানুয়ারি, প্রায় তিন মাস আগে। "প্রজেক্ট কড়িকাঠ" একে উইকিমিডিয়ার অ্যাডভান্সড রাইটসের অপব্যবহারের নিকৃষ্টতম উদাহরণ হিসেবে গণ্য করছে। একইভাবে উদেশ্যপ্রণোদিতভাবে প্রতিযোগিতাকে বিতর্কিত করার পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মনে করছে।
এত প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রজেক্ট কড়িকাঠ এই প্রতিযোগিতা আয়োজন থেকে পিছিয়ে আসবে না। বরং এই প্রতিযোগিতা থেকে শিক্ষা নিয়ে প্রজেক্ট কড়িকাঠ ভবিষ্যতে বাংলা উইকিপিডিয়া এবং বাংলার সাথে অন্যান্য ভাষাতেও প্রতিযোগিতার আয়োজন করবে বলে ঘোষণা দিচ্ছে।
"প্রজেক্ট কড়িকাঠ" থেকে আমরা যেকোনো মূল্যে এই প্রতিযোগিতা চালিয়ে যাব। একইসাথে আমাদের বিরুদ্ধে করা সংঘবদ্ধ হয়রানি, নীতিবহির্ভূতভাবে আয়োজককে হেনস্তা করা, কড়িকাঠের নাম বিকৃত করে ব্যাঙ্গ করা এবং অনাকাঙ্ক্ষিতভাবে বিতর্ক উস্কানোর মতো বিষয়গুলোকে আমরা গুরুতরভাবে আমলে নিয়েছি এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেইফটি টিম বরাবর অভিযোগের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছি। আমরা এখন পর্যন্ত ব্যবহারকারী:আফতাবুজ্জামানের কর্মকাণ্ডে উইকিমিডিয়া ফাউন্ডেশন হোস্টেড প্রকল্পসমূহের টার্মস অব ইউজের চতুর্থ অনুচ্ছেদের Harassing and Abusing Others অংশের Engaging in harassment, threats, stalking, spamming, or vandalism এবং সর্বজনীন আচরণবিধির অনুচ্ছেদ ৩.১ এর Threats, Hounding ও Trolling; ৩.১২ অনুচ্ছেদের Abuse of seniority and connections ও Psychological manipulation; ৩.৩ অনুচ্ছেদের The repeated arbitrary or unmotivated removal of any content without appropriate discussion or providing explanation, Hate speech in any form, or discriminatory language aimed at vilifying ও humiliating, inciting hatred against individuals or groups on the basis of who they are or their personal beliefs এর সুস্পষ্ট লঙ্ঘন চিহ্নিত করতে পেরেছি। উল্লেখ্য, আমাদের প্রকল্পের সাথে জড়িত ৯০ শতাংশ ব্যক্তিই আইনত অপ্রাপ্তবয়স্ক এবং উক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীদের উল্লেখিত আচরণ আমাদের সদস্যদের বহুবিধ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে দেখা দিয়েছে। ইতোপূর্বেও ব্যবহারকারী:আফতাবুজ্জামানকে “উইকিমিডিয়া বাংলাদেশ” নামক বিতর্কিত সংগঠনের দ্বারা উইকিমিডিয়া ফাউন্ডেশনের রেজিস্টার্ড ট্রেডমার্ক ও আনুষ্ঠানিক স্বীকৃতির অপব্যবহার করে করা বুদ্ধিবৃত্তিক চৌর্যবৃত্তি, হয়রানি, গ্যাসলাইটিং, মনোপোলাইজেশন এর মতো ভয়াবহ অভিযোগকে নরমালাইজ ও লিগালাইজ করতে দেখা গেছে। আমরা বিশ্বাস করি, এই ব্যক্তি উক্ত সংগঠনের কোভার্ট এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন, সংশ্লিষ্ট আলোচনায় তাঁকে এ সম্পর্কিত কিছু সন্দেহজনক আচরণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন ও যথাযথ জবাব দিতে ব্যর্থ হন। প্রজেক্ট কড়িকাঠের নেতৃত্বে থাকা একাধিক ব্যক্তির সাথে হওয়া উইকিমিডিয়া বাংলাদেশ, উল্লেখিত ব্যক্তি ও তাঁর সহযোগীদের করা এসব অপরাধকে বাছাইকৃত ব্যক্তিরা সম্প্রদায়ের দোহাই দিয়ে নরমালাইজ করবার উদ্দেশ্যেই এধরনের দীর্ঘমেয়াদী হয়রানি করা হচ্ছে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে প্রজেক্ট কড়িকাঠ ও এর সাথে সম্পর্কিত অন্যান্য সদস্যদের অন ও অফ উইকি কার্যক্রমে বাধা দেওয়া, ক্রস উইকি হ্যারাজমেন্ট, অনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা, উইকিপিডিয়ায় অধিকার ও সম্পাদনা সংশ্লিষ্ট সিনিওরিটি বা জ্যেষ্ঠত্ব প্রদর্শনের চেষ্টা, উচ্চতর অধিকারের অপব্যবহার, টার্গেট বুলিয়িং ইত্যাদি গুরুতর অভিযোগে বাংলা উইকিপিডিয়ার সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের কাছে অভিযোগের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। আমরা আশা করছি, উক্ত ব্যক্তিবর্গ এবং তাঁদের অপরাধে সহযোগিতা করে যাওয়া ব্যক্তি বা দল উপযুক্ত হস্তক্ষেপের মাধ্যমে তাঁদের অগঠনমূলক কার্যক্রম থেকে বিরত হবেন এবং বাংলাদেশের উইকিমিডিয়া আন্দোলন সুস্থ ও ভীতিহীন পরিবেশ ফিরে পাবে। একইসাথে সম্প্রদায়ের দায়িত্বশীল অংশকে প্রতিযোগিতাটি সফল করতে সহযোগিতার আহবান জানাচ্ছি।
-- টিম কড়িকাঠ