সুধী,
উইকিপিডিয়ার মেইলিং লিস্টগুলোতে সাধারণত ‍উইকিপিডিয়া সম্পর্কিত আলোচনাগুলোই হয়। এবং আপনারা যারা এটাতে সাব্সক্রাইব আছে তারা হয় নিজেরা ইচ্ছে করে সাবসক্রাইব করেছেন অথবা উইকিপিডিয়ার কোন ইভেন্টে এই লিস্টে আপনার ইমেইল সাব্সক্রাইব করার জন্য অনুমতি দিয়েছিলেন।


লিস্টের Unsubscribe অপশনটিও সবার জন্যই উন্মুক্ত। আপনারা যদি খেয়াল করেন, সেক্ষেত্রে দেখবেন প্রতিটি মেইলের শেষেই Unsubscribe করার একটি লিংক থাকে সেখানে ক্লিক করে আপনার ইমেইল ও পাসওয়ার্ড (সাব্সক্রাইব যখন হয়েছিল তখন একটি পাসওয়ার্ড আপনার মেইলে গিয়েছিল; যদি ভুলে যান সেক্ষেত্রেও প্রথমে পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে উদ্ধার করে নতুন পাস দিয়ে প্রবেশ করে Unsubscribe করতে পারেন।) দিয়ে সহজেই Unsubscribe করতে পারবেন।


এছাড়াও এই লিংক (https://lists.wikimedia.org/mailman/options/wikipedia-bn) থেকেও Unsubscribe করা যাবে। যারা এই কষ্টটুকুও করতে পারবেন না তারা দয়া করে, আমাকে ব্যক্তিগতভাবে ইমেইল করুন (এই লিস্টে নয়), আমিই করে দেব। সাথে থাকার জন্য ধন্যবাদ।