প্রিয় সুহৃদ,
মেইলের মাধ্যমে জানানোর জন্য আপনাকে ও আয়োজনটির জন্য উদ্যোক্তাগণকে ধন্যবাদ।
ফর্মটি পূরণ করে জমা দেওয়া হয়েছে।

On Thu, Jun 27, 2024 at 7:37 PM Muhammad Yahya <mdieahhiea@gmail.com> wrote:
সুধী,

বাংলা উইকিপিডিয়ায় ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ একটি মাসব্যাপী ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান  শুরু করতে যাচ্ছে। আগামী মাস অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে এটি শুরু হবে। লক্ষ্য বাংলা উইকিপিডিয়ায় অন্তত ১০০টি ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধি। এই অভিযানে সংশোধনের প্রয়োজন কম এমন ১০০+ নিবন্ধের তালিকা তৈরি করে সেগুলো পর্যালোচনা করা হবে। অভিযানে অংশগ্রহণে আগ্রহীদের এই গুগল ফর্মটি পূরণ করার অনুরোধ করছি।

অভিযান শুরুর আগে আগ্রহীদের নিয়ে একটি দিক-নির্দেশনামূলক অনলাইন সভা (কর্মশালার মতো) আয়োজন করা হবে। ভালো নিবন্ধ পর্যালোচনায় অভিজ্ঞ ব্যবহারকারীরা এটি পরিচালনা করবেন। তাই ৪ঠা জুলাইয়ের মধ্যে ফর্মটি পূরণ করার অনুরোধ করা হচ্ছে। এই তারিখের পরও ফর্ম পূরণ করা যাবে, তবে যারা ৪ তারিখের মধ্যে পূরণ করবেন তারা সভায় আমন্ত্রণ পাবেন।

আয়োজনের উদ্যোক্তাদের পক্ষে- 
Yahya
Wikimedia Steward
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-leave@lists.wikimedia.org