সুধী,

আপনাদের অনেকেই হয়তো জেনে থাকবেন যে, উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার সকল অনলাইন ও অফলাইন প্রকল্পগুলোতে সুস্থ, নিরাপদ, ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি কর্তৃক সর্বজনীন আচরণবিধি নীতিমালা অনুমোদিত হয়েছে। আর এখন এই নীতিমালাটি কীভাবে বিভিন্ন প্রকল্পে সুষ্ঠ ও কার্যকরভাবে প্রয়োগের ব্যাপারে বিভিন্ন উইকি সম্প্রদায়ের নিকট থেকে মতামত গ্রহণ করা হচ্ছে।

বাংলা উইকি সম্প্রদায় এর আগেও এই নীতিমালা তৈরির আলোচনার সাথে যুক্ত ছিলো এবং এবার এই নীতিমালার প্রয়োগ সংক্রান্ত আলোচনায়ও সক্রিয়ভাবে যুক্ত। বাংলা উইকিপিডিয়ায় এ সংক্রান্ত আলোচনায় তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি। আলোচনাটিতে কতোগুলো প্রশ্ন আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার মন্তব্য সাজাতে পারেন, সাথে আপনার বাড়তি মন্তব্য থাকলে তাও জানাতে পারেন। দ্বিধা না করে সবাইকে তাই সৃজনশীল ও সাহসী হওয়ার অনুরোধ।

আলোচনাটির লিংক: https://w.wiki/$dX

এছাড়াও বাংলা উইকি সম্প্রদায়ের জন্য এ বিষয়ক একটি জরিপও চলমান। জরিপটিতে খুব বড়ো নয়, এবং সর্বোচ্চ ১০ মিনিটের মতো সময় প্রয়োজন হতে পারে। জরিপে অংশ নেওয়ার লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSexT9KbnCPY8GzrRSr1dLfTP6XDQKVBuL4YwRuVXLYENoJrQg/viewform

জরিপটি গুগল ফর্মের মাধ্যমে পরিচালিত।

উইকিপ্রকল্পগুলো আপনার-আমার প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই পরিচালিত হয় তাই এই প্রকল্পগুলোতে নিরাপদ, সুস্থ, ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে তাই এই বিষয়ক আলোচনা বা জরিপে অংশগ্রহণের অনুরোধ।

সবাইকে ধন্যবাদ। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।

তানভির রহমান

--
Tanvir Rahman (he/him/his)
Universal Code of Conduct Facilitator
Wikimedia Foundation
trahman-ctr@wikimedia.org