আফতাব,
আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। আপনার কথায় যুক্তি আছে। অপরদিকে কিছু বাস্তব চ্যালেঞ্জ আছে যা আমরা গত কয়েকবছর কাজ করতে গিয়ে জেনেছি, বুঝেছি। কিছু কিছু নিজেরা সরেজমিনে গিয়ে উপলব্ধি করেছি। সেগুলো হচ্ছে-
১। যখন আমরা কোন প্রতিযোগিতা করি আয়োজক প্রতিযোগী সবাই চিন্তা করি কিছু সুন্দর ছবি আসুক যা আন্তর্জাতিক প্রতিযোগিতার মানের হোক।
২। সুন্দর ছবি পেতে হলে ছবির বিষয়টি / স্থানটি (সাবজেক্ট) অন্তত পক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ সুন্দর হতে হয়।
৩। আমাদেরকে নিশ্চিত হতে হয় যে এটি সত্যিই সেই নির্দিষ্ট স্থানের ছবি কিনা। সেটা ছোট ছোট স্থাপনার জন্য অনেক সময়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
৪। ছোট ছোট প্রত্নতাত্ত্বিক স্থানের রক্ষণাবেক্ষণজনিত বাস্তবিক পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশে কোন পুরানো স্থাপনা যা আকারে ছোট কিংবা অরক্ষিত, তা আর আস্ত থাকে না। স্থানীয় লোকজন তার ইট খুলে নিয়ে যায়, নষ্ট করে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এইরকম স্থাপনা রক্ষার জন্য যা করা হয়, তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খনন অভিযান চালান, তারা নিজেরা কিছু ছবি তোলেন তারপর সেগুলো রক্ষার জন্য পুনরায় মাটিচাপা দেন। ফলে সেইসব স্থানে গিয়ে মাটির ঢিবি বা গো-চারণভূমি ছাড়া আর কিছু পাওয়া যায় না। ব্যক্তিগতভাবে আমি ২০১৮-২০১৯ সালে ভ্রমণের সময় একাধিক স্থানে একই চিত্র দেখেছি।
৫। উইকি লাভস আর্থের সময়ও বিষয়টি আরো জটিল হয়ে পড়ে। ইতোপূর্বে এমন দেখা গেছে একটি ফুলের ছবি তুলে কেউ একজন বলছেন সেটা বলধা গার্ডেনের ছবি। ছবিটি মানের দিক থেকে চমৎকার। একাধিক ধাপ পার হয়ে ফাইনাল ধাপে জুরির কাছে পাঠিয়ে দেবার পরও হঠাৎ সন্দেহ হওয়ায় ছবির জমাদানকারীর সাথে যোগাযোগ করে কিছু অনুসন্ধান করার পর বের হয়ে এল যে এটি আসলে কোন একজনের ছাদ বাগানে ফোঁটা একটি ফুলের ছবি এবং খুব সম্ভব যিনি জমা দিয়েছেন সেটি আদৌ তার তোলা নয়। প্রথম দিকে এমনও হয়েছে আমরা প্রথম দশ ঘোষণা দিয়ে দেয়ার পর জালিয়াতি ধরা পড়েছে এবং পরবর্তীতে ফলাফল পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। ২০২০ সালের শীর্ষে যাওয়া একাধিক ছবি নিয়ে বির্তক আছে।
এইরকম কারণগুলোতে হয় আমরা একই স্থানের ছবি বারবার পাই। কিংবা স্থানের ছবি অনেক বেশি পরিমাণে এডিট করে প্রায় অবাস্তব পর্যায়ে নিয়ে যাওয়া ছবি আমরা পাই যা হয়ত সেই স্থানের প্রকৃত চিত্র হতে অনেক বেশি ভিন্ন হয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত আমরা চিন্তা করছি ভিন্ন কিছু আয়োজন করার। ভবিষ্যতে যদি পুনরায় প্রয়োজনবোধ হয় তবে পুনরায় WLM বা WLE আয়োজন করার সুযোগ থাকছেই।
ধন্যবাদ।
---