আফতাব,

আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। আপনার কথায় যুক্তি আছে। অপরদিকে কিছু বাস্তব চ্যালেঞ্জ আছে যা আমরা গত কয়েকবছর কাজ করতে গিয়ে জেনেছি, বুঝেছি। কিছু কিছু নিজেরা সরেজমিনে গিয়ে উপলব্ধি করেছি। সেগুলো হচ্ছে-

১। যখন আমরা কোন প্রতিযোগিতা করি আয়োজক প্রতিযোগী সবাই চিন্তা করি কিছু সুন্দর ছবি আসুক যা আন্তর্জাতিক প্রতিযোগিতার মানের হোক।

২। সুন্দর ছবি পেতে হলে ছবির বিষয়টি / স্থানটি (সাবজেক্ট) অন্তত পক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ সুন্দর হতে হয়।

৩। আমাদেরকে নিশ্চিত হতে হয় যে এটি সত্যিই সেই নির্দিষ্ট স্থানের ছবি কিনা। সেটা ছোট ছোট স্থাপনার জন্য অনেক সময়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

৪। ছোট ছোট প্রত্নতাত্ত্বিক স্থানের রক্ষণাবেক্ষণজনিত বাস্তবিক পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশে কোন পুরানো স্থাপনা যা আকারে ছোট কিংবা অরক্ষিত, তা আর আস্ত থাকে না। স্থানীয় লোকজন তার ইট খুলে নিয়ে যায়, নষ্ট করে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এইরকম স্থাপনা রক্ষার জন্য যা করা হয়, তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খনন অভিযান চালান, তারা নিজেরা কিছু ছবি তোলেন তারপর সেগুলো রক্ষার জন্য পুনরায় মাটিচাপা দেন। ফলে সেইসব স্থানে গিয়ে মাটির ঢিবি বা গো-চারণভূমি ছাড়া আর কিছু পাওয়া যায় না। ব্যক্তিগতভাবে আমি ২০১৮-২০১৯ সালে ভ্রমণের সময় একাধিক স্থানে একই চিত্র দেখেছি।

৫। উইকি লাভস আর্থের সময়ও বিষয়টি আরো জটিল হয়ে পড়ে। ইতোপূর্বে এমন দেখা গেছে একটি ফুলের ছবি তুলে কেউ একজন বলছেন সেটা বলধা গার্ডেনের ছবি। ছবিটি মানের দিক থেকে চমৎকার। একাধিক ধাপ পার হয়ে ফাইনাল ধাপে জুরির কাছে পাঠিয়ে দেবার পরও হঠাৎ সন্দেহ হওয়ায় ছবির জমাদানকারীর সাথে যোগাযোগ করে কিছু অনুসন্ধান করার পর বের হয়ে এল যে এটি আসলে কোন একজনের ছাদ বাগানে ফোঁটা একটি ফুলের ছবি এবং খুব সম্ভব যিনি জমা দিয়েছেন সেটি আদৌ তার তোলা নয়। প্রথম দিকে এমনও হয়েছে আমরা প্রথম দশ ঘোষণা দিয়ে দেয়ার পর জালিয়াতি ধরা পড়েছে এবং পরবর্তীতে ফলাফল পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। ২০২০ সালের শীর্ষে যাওয়া একাধিক ছবি নিয়ে বির্তক আছে।

এইরকম কারণগুলোতে হয় আমরা একই স্থানের ছবি বারবার পাই। কিংবা স্থানের ছবি অনেক বেশি পরিমাণে এডিট করে প্রায় অবাস্তব পর্যায়ে নিয়ে যাওয়া ছবি আমরা পাই যা হয়ত সেই স্থানের প্রকৃত চিত্র হতে অনেক বেশি ভিন্ন হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত আমরা চিন্তা করছি ভিন্ন কিছু আয়োজন করার। ভবিষ্যতে যদি পুনরায় প্রয়োজনবোধ হয় তবে পুনরায় WLM বা WLE আয়োজন করার সুযোগ থাকছেই।

ধন্যবাদ।
---
Shabab Mustafa
T. @tarunno
S. shabab.mustafa
W. https://shabab.me



On Sun, 13 Jun 2021 at 23:50, Aftabuzzaman Ullah <aftabuzzamanullah@gmail.com> wrote:
কমন্সে ভবিষ্যৎ উইকি লাভস মনুমেন্টস ও উইকি লাভস আর্থ প্রতিযোগিতা আয়োজনের জন্য একটা প্রস্তাবনা: গত আয়োজনগুলির কারণে বাংলাদেশের কিছু বিখ্যাত পর্যটন স্থল, জায়গা, বিষয়ের ছবি কমন্সে যথেষ্ট আপলোড হয়েছে। আপাতত সেগুলির ছবি আমাদের দরকার নাই। ভবিষ্যৎ আয়োজনের এই জাতীয় বিখ্যাত স্থল, জায়গা, বিষয় বাদ দিয়ে যেসবের ছবি এখনো আসে নাই, কেবল সেগুলি নিয়ে আয়োজন করা যেতে পারে।

উদাহরণ: কমন্সে কক্সবাজার সমুদ্র সৈকতের যথেষ্ট ছবি আছে কিন্তু ভিতরগড় দুর্গ নিয়ে তেমন ছবি নাই। তো প্রস্তাবনা হল, সামনের আয়োজনে তালিকায় কক্সবাজার সমুদ্র সৈকত যোগ করার দরকার নেই।  ভিতরগড় দুর্গের মত কম খ্যাতগুলি নিয়ে আয়োজন করা যেতে পারে। যদিও তখন ছবি কম আপলোড হবে, তবে আমার মনে হয় আমাদের মূল উদ্দেশ্য পূরণ হবার সম্ভাবনা বেশি থাকবে। 

আফতাবুজ্জামান

বুধ, ৯ জুন, ২০২১ তারিখে ৩:৩৭ AM টায় এ Tanvir Rahman <wikitanvir@gmail.com> লিখেছেন:
সুধী,

আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে উইকি লাভস মনুমেন্টস ও উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ বিগত বছরগুলোতে এই দুইটি প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের উৎসহামূলক সাড়া পেয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও শীর্ষ স্থানগুলোত বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক স্থানের ছবি স্থান পেয়েছে। উৎসামূলক অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাগুলো সফল করার জন্য আন্তরিক প্রচেষ্টার জন্য উইকিমিডিয়া বাংলাদেশ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।

আপনারা জেনে থাকবেন যে, বাংলাদেশে উইকি লাভস মনুমেন্টস ও উইকি লাভস আর্থ প্রতিযোগিতা দুইটি আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক স্থানের মানসম্পন্ন ছবি উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশের জন্য সবাইকে উদ্বুদ্ধ করা ও মুক্ত মিডিয়া ভাণ্ডার উইকিমিডিয়া কমন্সে তা সংগ্রহ করা যেনো উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন সহপ্রকল্পে সংশ্লিষ্ট বিষয়ের নিবন্ধে ছবিগুলো ব্যবহারের মাধ্যমে বিষয়বস্তুর মান বৃদ্ধি করা সম্ভব হয়। একই সাথে মান সম্পন্ন ছবির মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য বহির্বিশ্বের মানুষের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হয়। বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই আয়োজন করার ফলে আমাদের এই লক্ষ্যগুলো অনেকাংশেই পূরণ হয়েছে।

তবে আমরা উপলব্ধি করেছি যে টানা কয়েক বছর ধরে নিয়মিত এই প্রতিযোগিতা দুইটি আয়োজন করার ফলে আমাদের ভাণ্ডারে যথেষ্ট পরিমাণ মানসম্পন্ন ছবি যুক্ত হয়েছে এবং একই বিষয়ের একাধিক ছবি আসায় প্রাপ্ত ছবির নতুনত্ব অনেকাংশেই হ্রাস পেয়েছে। আপনারা যারা নিয়মিতভাবে আমাদের বিভিন্ন অনলাইন সভা ও আড্ডায় অংশগ্রহণ করেন তারা জেনে থাকবেন যে, বিগত কয়েকটি আলোচনায় আমরা এ বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছি এবং সম্প্রদায়ের সদস্যদের সাথে এই প্রতিযোগিতাগুলোর বিকল্প হিসেবে কী আয়োজন করা যেতে পারে সে বিষয়ে আলোচনার পাশাপাশি নানা আইডিয়াও সংগ্রহ করেছি।

সম্প্রদায়ের সদস্যদের সাথে আলোচনার সাপেক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ এ বছর থেকে বাৎসরিক ভিত্তিতে 'উইকি লাভস বাংলাদেশ' নামে ধারাবাহিকভাবে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিযোগিতার ব্যানারে প্রতি বছর বাংলাদেশ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো বিষয়ে ছবি প্রতিযোগিতা আয়োজন করা হবে যা ঐ বিষয়ে মানসম্পন্ন ও মূল্যবান ছবি উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ধরনের ছবিগুলো বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট বাংলাদেশ বিষয়ক নিবন্ধগুলোর মান বৃদ্ধি করার পাশাপাশি বৈশ্বিকভাবে বিভিন্ন উইকি প্রকল্পে কাজে লাগবে। এছাড়াও বহির্বিশ্বে বাংলাদেশের নানা বিষয়গুলো ফুটিয়ে তুলতেও এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত ছবিগুলো ভূমিকা রাখবে। উল্লেখ্য, ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক স্থান ছাড়াও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির নানা বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে মানসম্পন্ন উন্মুক্ত ছবির অভাব প্রকট।

উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে এ বছরের শেষ নাগাদ এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা শুরুর আগে যথা সময়ে প্রতিযোগিতার বিষয়, সময়সীমা, অংশগ্রহণের নিয়ম, ও অন্যান্য খুঁটিনাটি সবাইকে জানিয়ে দেওয়া হবে। আপাতত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ।

সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। ধন্যবাদ।


তানভির


_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org