সুন্দর একটি খবর জানানোর জন্য ধন্যবাদ। প্রকল্পটিকে নিজস্ব ডোমেইন ও পরিচয় প্রদানের প্রচেষ্টায় নিরন্তরভাবে কাজ করে চলা সকল স্বেচ্ছাসেবীর প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে প্রকল্পটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
তানভির
-- Tanvir Rahman Wikitanvir on Wikimedia
On Mon, Oct 10, 2022, 20:37 মুহম্মদ ইয়াহিয়া mdieahhiea@gmail.com wrote:
প্রিয় সবাই,
একটি সুখবর। আজ ১০ অক্টোবর বাংলা উইকিউক্তি সাইটটি তৈরি হয়েছে। অনেকবছর ধরে এটি ইনকিউবেটরে ছিলো। গত কয়েকমাস ধরে বেশ কয়েকজন ব্যবহারকারী প্রকল্পটি চালু করতে শ্রম দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।
উইকিউক্তি হলো বিভিন্ন উল্লেখযোগ্য উক্তিসমূহের একটি বিনামূল্য অনলাইন সংকলন। এখানে বাংলাভাষা ছাড়াও বিভিন্ন ভাষার উল্লেখযোগ্য উক্তির অনুবাদ রয়েছে।
আপনাদের উইকিউক্তিতে অবদান রাখতে আমন্ত্রণ জানাচ্ছি। সাইটের লিংক: https://bn.wikiquote.org
শুভেচ্ছান্তে, ইয়াহিয়া, উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: *Yahya* _______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org