উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য সংগ্রহ চলছে.. উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া বাংলাদেশ নিয়ে অনেকের নানা ধরনের প্রশ্ন রয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে উইকিমিডিয়া বাংলাদেশ সদস্য সংগ্রহ শুরু করেছে..যাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং জানার ইচ্ছে তাদের জন্য একটা পোস্ট..

http://www.nhasive.com/wikimedabangladesh

আশা করছি এবার পুরো বিষয়টা জানা যাবে।

-হাছিব

2015-07-02 22:23 GMT+06:00 Munir Hasan <munir.hasan@bdosn.org>:
সবাইকে শুভেচ্ছা। 

অবশেষে উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। 
উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে কাজ করতে আগ্রহি, সাধারণভাবে উইকি দর্শনে বিশ্বাসী যে কেও আমাদের ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে পারবেন। সদ্যসের নানান ধরণ সম্পর্কে এখানে জানা যাবে


নিজের ধরণ নিশ্চিত হওয়ার পর সদস্য পদের জন্য আবেদন করা যাবে। সদস্যে হওয়ার বাৎসরিক ফী-  বয়স ১০-১৮ হলে ১০০ টাকা আর ১৮ এর বেশি হলে ৫০০ টাকা। এই টাকা প্রথমে ফাউন্ডেশনের ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। তারপর এই লিংকে গিয়ে নিজের সদস্যপদের আবেদন নিশ্চিত করার জন্য ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে।



সবাইকে ধন্যবাদ। 



--

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--
Nurunnaby Chowdhury Hasive :: নুরুন্নবী চৌধুরী হাছিব
User: Hasive | GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia