নাহিদ,

ব্র্যান্ডিং বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের কি অবস্থান, সেটা জানালে ভালো হয়।

ধন্যবাদ,
বোধিসত্ত্ব


On Sat, 13 Apr 2019, 19:30 Nahid Sultan, <nahid@wikimedia.org.bd> wrote:
প্রিয় সবাই,
উইকিমিডিয়া ফাউন্ডেশনের কমিউনিটি ব্র্যান্ড এবং বিপণন সমন্বয়কারী সামির এল-শার্বতী দুই দিনের সফরে আজ সকালে ঢাকা এসেছেন। তিনি ১৫ তারিখ ভোরে চলে যাবেন। আগামীকাল পহেলা বৈশাখে আমরা তাকে নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেব এবং সকালের দিকে কিছুটা ঘোরাঘুরি করবো। শাহাবাগের দিকে যারা আছেন অথবা যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগ দিতে পারেন।

এছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশন, ভবিষ্যতে ‘উইকিমিডিয়া’র পরিবর্তে ব্র্যান্ড হিসেবে সরাসরি ‘উইকিপিডিয়া’ নামটি ব্যবহার করতে চাচ্ছে। এ ব্যাপারে সম্প্রদায়ের মতামত ও আমাদের সাথে আলোচনার জন্য মূলত তিনি এসেছেন। আগ্রহী যে কেউ আমাদের সাথে যোগ দিয়ে উইকিপিডিয়া সম্পর্কে তার সাথে আলোচনা করতে চাইলে আমন্ত্রণ :)

যদি কেউ আসেন তাহলে অংকন ঘোষ দস্তিদার (০১৯২৬৪২২৩৫৮) অথবা আমার সাথে (০১৭২৫০০৩৭৪৪) যোগাযোগ করতে পারেন। আমরা মঙ্গল শোভাযাত্রা শেষে  শাহাবাগের কাছাকাছি বা পুরানো ঢাকার দিকে যাওয়ার চিন্তা করেছি।

ধন্যবাদ,
নাহিদ সুলতান
_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn