সুধী,

বাঙালি বইপ্রেমী ও নেটিজেনদের মধ্যে বাংলা উইকিসংকলন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টরী ভিডিও তইরি করার চিন্তাভাবনা করছি। এই প্রসঙ্গে মেটায় পশ্চিমবঙ্গ ইউজার গ্রুপের তরফে একটি র‍্যাপিড গ্র্যান্টের আবেদন করেছি। সেখানে সকলের সুচিন্তিত মতামত ও সমর্থন কাম্য।

ধন্যবাদান্তে,
--
বোধিসত্ত্ব