প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,
বাংলাদেশ সময় আজ রাত ৯ টায় (ভারতীয় সময় রাত ৮.৩০) ''উইকিপিডিয়া অনলাইন আড্ডা, ডিসেম্বর ২০২২'' শীর্ষক অনলাইন আড্ডার আয়োজন করা হয়েছে। সাধারণত মাসের শেষ শুক্রবারে আড্ডার আয়োজনটি করা হয়ে থাকে, সে হিসেবে আজই ডিসেম্বরের শেষ দিন। আড্ডাটি সঞ্চালিত হবে গুগল মিটের মাধ্যমে।
shorturl.at/imsAT থেকে গুগল মিট অ্যাপ্লিকেশন ইন্সটল করে কিংবা ডেস্কটপ থেকে https://meet.google.com ইউআরএল ব্রাউজ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে মিটিংয়ে যুক্ত হতে পারবেন। এছাড়াও আপনার মোবাইল ডিভাইসে থাকা হালনাগাদকৃত জিমেইল অ্যাপ্লিকেশন কিংবা কম্পিউটার ডিভাইসে নতুন জিমেইল ইন্টারফেসের সাইডবারে থাকা মিট মেনু থেকে কোড ব্যবহার করে মিটিংয়ে যুক্ত হওয়া যাবে।

আজকের আড্ডার আলোচ্যসূচী -
* উইকিপিডিয়া এশীয় মাস ২০২২: প্রত্যাশা ও প্রাপ্তি
* চলমান উইকি লাভস মনুমেন্টস ২০২২ প্রতিযোগিতার ফলাফল
* আসন্ন উইকি লাভস ফোকলোর এবং নারীবাদ ও লোকগাথা এডিটাথন
* #নারীবাণী প্রকল্পের রূপরেখা
* এছাড়াও অন্যান্য যেকোন বিষয় আলোচনার জন্য উন্মুক্ত


যুক্ত হওয়ার তথ্যাবলী
* প্ল্যাটফর্ম: গুগল মিট (Google Meet)
* লিঙ্ক: meet.google.com/yry-wfwy-bfc
* মিটিং আইডি: yry-wfwy-bfc

শুভেচ্ছান্তে
ঐশিক রেহমান
(User:Aishik Rehman)