৩১শে জানুয়ারি (২০২৪), বিজ্ঞান এডিটাথন ২০২৪-এর অন্তিম দিন। এডিটাথনটি ১লা জানুয়ারি (২০২৪) শুরু হয়েছিল। সকলের কাছে অনুরোধ, আপনাদের তৈরি (অনুবাদকৃত) নিবন্ধগুলি "জমাদান টুল"-এ জমা করে দিন। ৩১শে জানুয়ারির পরে,  "জমাদান টুল"-এ আর নিবন্ধ জমা করা যাবে না।

 

শুভেচ্ছান্তে,

শুভেন্দু

(সংগঠক, বিজ্ঞান এডিটাথন ২০২৪)

 

 

Sent from Mail for Windows