প্রিয় সবাই,

শুভেচ্ছা। আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ডিজিটাল হিউম্যানিটিস’ বিষয়ে ‘হিউম্যাশিনিটিজ’ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং একাধিক কর্মশালা। এ আয়োজনের অংশ হিসেবে আগামীকাল ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা উইকিপিডিয়া এবং বাংলা উইকিসোর্স নিয়ে একটি কর্মশালা। কর্মশালা দুটি আমি এবং বাংলা উইকিপিডিয়ার প্রশাসক জয়ন্ত দা এবং নাসির খান সৈকত পরিচালনা করবো। এ আয়োজনে অংশ নিতে ইতিমধ্যে উইকিপিডিয়ান তন্ময় বীর ঢাকায় এসেছেন। জয়ন্ত দাও চলে আসার কথা। 

এ আয়োজনের মধ্য দিয়ে আশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উইকি কার্যক্রম শুরু করা যাবে। এর আগে বিচ্ছিন্ন ভাবে কিছু কাজ হয়েছে এ ক্যাম্পাস থেকে। এবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক বিষয়টাতে আগ্রহী হয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আয়োজনের বিস্তারিত জানা যাবে এ ঠিকানায়: https://sites.google.com/view/humachinities

হাছিব
--
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)
User: Hasive | GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia