সুধী,

আপনাদের অবগতির জন্য সানন্দে জানাচ্ছি যে, কোভিড-১৯ বৈশ্বিক মহামারী কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার আগামী মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলা উইকিপিডিয়ার প্রচারণা ও প্রসারের জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিগত বছরগুলোর মতো এবারও ঢাকায় মূল আয়োজনের পাশাপাশি, ঢাকার বাইরে অবস্থিত উইকিমিডিয়া বাংলাদেশের স্বেচ্ছাসেবী ও উইকিপিডিয়ানের সক্রিয় অংশগ্রহণে চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, ও বরিশালে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত উইকিপিডিয়ান ও উইকিপিডিয়া পাঠকগণ তাদের সুবিধামতো স্থানে এই সমাবেশে যোগ দিতে পারবেন। এছাড়াও আরও কিছু স্থানে এই সমাবেশ আয়োজনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে যা নিশ্চিত হলে আপনাদেরকে অবহিত করা হবে।

বাংলাদেশের কোন স্থানে কখন এই সমাবেশ অনুষ্ঠিত হবে তা জানতে নিচের লিংকটি পরিদর্শন করুন।

https://bd.wikimedia.org/s/2c2

উপরের লিংকের পাতায় নিয়মিত এই সমাবেশের স্থান ও সময়সূচি হালনাগাদ করা হবে।

উল্লেখ্য, প্রত্যেকটি সমাবেশ উইকিপিডিয়ার ব্যবহারকারী, সম্পাদক, ও পাঠকসহ সকলের জন্য উন্মুক্ত। অনুগ্রহ করে এই সমাবেশে অংশগ্রহণ করে বাংলা উইকিপিডিয়াসহ, সামগ্রিকভাবে উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর প্রচারণার পাশাপাশি উইকি আন্দোলন সম্পর্কে জানতে ও অন্যদের জানাতে সাহায্য করুন।

সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।

শুভকামনাসহ,

তানভির

--

তানভির রহমান

সদস্য, নির্বাহী পরিষদ

উইকিমিডিয়া বাংলাদেশ

tanvir.rahman@wikimedia.org.bd