সুধী,

পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের সংবিধানের একটি খসড়া প্রস্তাবনা এখানে।  প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে  যে কোনো প্রকার আলোচনা ১৫ দিনের জন্য উন্মুক্ত থাকবে আলোচনা করা যাবে এখানে।পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের সকল সদস্য ও শুভানুধ্যায়িকে  আলোচনায় অংশগ্রহন করার অন্য অনুরোধ করা হচ্ছে।  সাথে আমাদের ও উইকিমিডিয়া ফাইন্ডেশনের কোড অব কণ্ডাক্ট গ্রহন করা হয়েছে। যা  উইকিমিডিয়া ফাইন্ডেশনের অর্থ সাহায্যে চলা যে অনুষ্ঠানের জন্য বলবৎ থাকবে। এই মেলিং লিস্ট ছাড়াও ব্যবহারকারী দলের সকল ঘোষনা টেলিগ্রামের চ্যানেলেও করা হবে। 

 জানুয়ারি ১০, ২০১৯ সাল থেকে অফিশিয়ালি  সংবিধান বলবৎ হবে। 

ব্যবহারকারী দলের পক্ষে

জয়ন্ত নাথ