প্রিয় উইকিমিডিয়ানবৃন্দ,
আশা করি এই ভাদুরে গরমেও সুস্থাবস্থায় আছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে উইকিমিডিয়া আন্দোলন কৌশল ২০৩০ এর অংশ হিসেবে আন্দোলন সনদ প্রতিনিধি (মুভমেন্ট চার্টার অ্যাম্বাসেডর) নামে ধারাবাহিক একটি প্রকল্প শুরু হয়েছে বৈশ্বিক উইকিমিডিয়া সম্প্রদায়ে।
বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশ ও সম্প্রদায় এই প্রকল্পে যুক্ত হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই হয়ত ইতোমধ্যে অবগত আছেন যে আমরা কয়েকজন মিলে বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়কেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বরেই শুরু হওয়ার কথা "বাংলা সম্প্রাদায়ের জন্য আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি" (Movement_Charter Ambassador Program for Bengali Community ) শীর্ষক কর্মসূচি। এটি পরিচালনা ও সঞ্চালনার স্বার্থে উইকিমিডিয়া ফাউন্ডেশন বরাবর একটি অনুদান সহায়তার অনুরোধ করা হয়েছে। ধারাবাহিক এই প্রকল্পে আমরা অনুবাদ, নথিবদ্ধকরণ এবং সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আন্দোলন সনদ নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নিব। এই লিংকে গিয়ে আপনি পুরো প্রকল্পের প্রাথমিক ধারণা নিতে পারেন এবং একদম শেষের অনুচ্ছেদে আপনার মন্তব্য জানাতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ ও নাতিদীর্ঘ মন্তব্য আমাদের পরবর্তী রূপরেখা প্রণয়নে সহযোগিতা করবে।
শুভেচ্ছান্তে,
প্রকল্প সমন্বয়ক
বাংলা উইকিমিডিয়া সম্প্রাদায়ের জন্য আন্দোলন সনদ কর্মসূচি