রাজশাহীর উইকিপিডিয়ার কার্যক্রমের শুরু থেকেই আমি আছি। আমি রাজশাহী ছাড়ার পর এইটাই প্রথম উকিপিডিয়ানদের মিটা-আপ। এর মাঝে বেশ কিছু সময় চলে গেছে। তাই আমি এই মিট-আপ নিয়ে একটু বেশি আগ্রহী ছিলাম। এই মিট-আপে ১৮ জন উপস্থিত থাকবে এটা আমার কল্পনাতেও ছিল না। এছারাও রাজশাহীর যেসব উকিপিডিয়ান ঝিমিয়ে পড়েছিলো তাদের মাঝেও নতুন উদ্যম দেখতে পাচ্ছি। তাই রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়কে সাধুবাদ জানাতেই হয়। অনেক অনেক শুভকামনা সবার জন্য।