প্রিয় উইকিমিডিয়ান,
উইকিমিডিয়া কমন্সের "বছরের নির্বাচিত ছবি ২০১৭" প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে!
দুইটি রাউন্ডে, ব্যবহারকারীগণ তাদের পছন্দের মিডিয়া ফাইলগুলির জন্য ভোট করেছেন। প্রথম পর্বে ১২৬০ টি প্রার্থী ছবির জন্য ২৪৪৬ জন ভোট করেছেন এবং দ্বিতীয় পর্বে ৩৮৩২ জন ভোট করেছেন ৫৯ টি চুড়ান্ত প্রার্থী ছবির জন্য।
চুড়ান্ত ৫৯ টি ছবির মধ্যে এ বছর প্রথমবারের মতো বাংলাদেশের একটি ছবি #১৮ নম্বর অবস্থানে রয়েছে। চিত্র:বায়তুল মোকাররম.jpg ছবিটি তুলেছেন ব্যবহারকারী Jubair1985।
ছবিটি পূর্বে উইকি লাভস মনুমেন্টস ২০১৭-এ বাংলাদেশ-এর জাতীয় প্রতিযোগিতায় ৩য় পুরস্কার এবং
বৈশ্বিকভাবে ৭ম পুরস্কার লাভ করেছিল!
প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন! সুন্দর মিডিয়া ফাইল তৈরি এবং মুক্ত লাইসেন্সের অধীনে তা প্রকাশ করার জন্য ধন্যবাদ।