প্রিয় উইকিমিডিয়ান,

উইকিমিডিয়া কমন্সের "বছরের নির্বাচিত ছবি ২০১৭" প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে!

দুইটি রাউন্ডে, ব্যবহারকারীগণ তাদের পছন্দের মিডিয়া ফাইলগুলির জন্য ভোট করেছেন। প্রথম পর্বে ১২৬০ টি প্রার্থী ছবির জন্য ২৪৪৬ জন ভোট করেছেন এবং দ্বিতীয় পর্বে ৩৮৩২ জন ভোট করেছেন ৫৯ টি চুড়ান্ত প্রার্থী ছবির জন্য।

চুড়ান্ত ৫৯ টি ছবির মধ্যে এ বছর প্রথমবারের মতো বাংলাদেশের একটি ছবি #১৮ নম্বর অবস্থানে রয়েছে। চিত্র:বায়তুল মোকাররম.jpg ছবিটি তুলেছেন ব্যবহারকারী Jubair1985।
ছবিটি পূর্বে উইকি লাভস মনুমেন্টস ২০১৭-এ বাংলাদেশ-এর জাতীয় প্রতিযোগিতায় ৩য় পুরস্কার এবং বৈশ্বিকভাবে ৭ম পুরস্কার লাভ করেছিল!

প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন! সুন্দর মিডিয়া ফাইল তৈরি এবং মুক্ত লাইসেন্সের অধীনে তা প্রকাশ করার জন্য ধন্যবাদ।

১. বিজয়ী ছবির জন্য ৬১০ জন ভোট করেছেন, চিত্র:Perereca-macaco - Phyllomedusa rohdei.jpg
২. দ্বিতীয় স্থানে থাকা ছবির জন্য, ৬০১ জন ভোট করেছেন, চিত্র:01-พระที่นั่งคูหาคฤหาสน์.jpg
৩. তৃতীয় স্থানে থাকা ছবির জন্য, ৩৫২ জন ভোট করেছেন, চিত্র:CG Heart.gif

শীর্ষ ছবিগুলি দেখতে এখানে ক্লিক করুন »

অংশগ্রহণকারী সকল ভোটাদাতাদের আন্তরিক ধন্যবাদ। আপনার কাজ শেয়ার করার মাধ্যমে কমন্স সম্প্রদায়ে অংশগ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

ধন্যবাদ,
বছরের নির্বাচিত ছবি কমিটি