প্রিয় সবাই,


আশা করি ভালো আছেন। 

আপনারা অনেকেই জানেন যে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সদস্যদের জন্য মাসিক কমিউনিটি কল 'উইকিকনফারেন্স ইন্ডিয়া-২০২৩' এর উদ্যোগ হিসাবে শুরু হয়েছিল, যা 'ওপেন কমিউনিটি কল' নামে পরিচিত। এর পরবর্তি কল আগামীকাল ১৯ নভেম্বর ২০২৩-এ অনুষ্ঠিত হবে, যা উইকিমিডিয়া বাংলাদেশ হোস্ট করবে। 


এই কল থেকে ওপেন কমিউনিটি কলের পদ্ধতিগত কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে, যা সম্প্রদায়ের মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে। এছাড়া উক্ত কলে বাংলাদেশের উইকিমিডিয়া কার্যক্রম সম্পর্কে বর্ণনা করার জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে। কেউ যদি বাংলাদেশের উইকিমিডিয়া কার্যক্রম সম্পর্কে কিছু উপস্থাপন করতে আগ্রহী হন, তাহলে অনুগ্রহ করে আমাকে জানাবেন। হাতে সময় খুব বেশি না থাকায় আশা করছি যে, আজকের মধ্যেই আপনি আপনার আগ্রহ জানাবেন।


ওপেন কলের বিস্তারিত পাওয়া যাবে এর মেটা পাতায় 


যুক্ত হওয়ার তথ্যাবলী

প্ল্যাটফর্ম: গুগোল মিট
সময়: সন্ধ্যা ৬:৩০-৭:৩০ (বাংলাদেশ সময়) 

তারিখ: ১৯ নভেম্বর ২০২৩
লিংক: https://meet.google.com/ubk-ugun-qzu


শুভেচ্ছান্তে,
মাসুম আল হাসান রকি
কোষাধ্যক্ষ
উইকিমিডিয়া বাংলাদেশ