সুধী,

 
শুভেচ্ছা নেবেন। “আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু” স্লোগানে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩। আজ ০১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
 
বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে ১,৩৩,৫০০টির অধিক নিবন্ধ রয়েছে; কিন্তু অনেক নিবন্ধই অসম্পূর্ণ বা ছোট। এধরনের অসম্পূর্ণ/সংক্ষিপ্ত, কিন্তু গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহকে সম্পূর্ণ করে বাংলা উইকিপিডিয়ার মান বৃদ্ধি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে।
 
প্রতিযোগিতা সম্পর্কিত কোন জিজ্ঞাসা প্রতিযোগিতার আলাপ পাতায় বা টেলিগ্রাম গ্রুপে করতে পারেন।
 
 
শুভেচ্ছাসহ,
রকি
--
Masum al Hasan Rocky
Treasurer
Wikimedia Bangladesh