শুভেচ্ছা সকলকে,

সাময়িক জটিলতা আমাকে আপনাদের নিকট হতে বেশ কিছুদিন দূরে রেখেছে। অনেক দিন ধরে প্রিয় উইকিপিডিয়ার বিশ্বজোড়া প্রান্তরে একটি ফুলও সাজানো হয়নি। সত্যি তা কষ্টকর ছিল। ক’দিন হতে মনে হচ্ছে জাটিলতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। 
চেষ্টা করছি পুণরায় আপনাদের সাথে এগিয়ে চলতে। এ

দিকে উইকিম্যানিয়া 2014 এর জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত হলেও দূর্ভাগ্যবশত চুড়ান্ত আমন্ত্রণটি আর পাওয়া হলনা। আপনাদের মাঝে যারা উইকিম্যানিয়া 2014 জন্য নিবার্চিত হয়েছেন তারা সহ সকল উইকিপিডিয়ানদের প্রতি রইল অকৃত্রিম শুভ কামনা।

আপনাদের প্রত্যেককে পুণরায় সহযোগিতার হারানো ধারায় খুঁজে পাব এ প্রত্যাশা রইল।

User: Sufidisciple


On Saturday, August 23, 2014 4:52 PM, Zahid Hossain Khan Aashaa <unzahid@gmail.com> wrote:


উইকি মিটআপ ঢাকা ১৮
২২ আগস্ট বিকেল ৫.০০টায় শুরু হওয়া মিট আপে ২৫ জন নতুন পুরাতন উইকিপিডিয়ানরা অংশ নেয়।


সিদ্ধান্ত ও কার্যসূচীসমূহ
সাধারণ সিদ্ধান্তসমূহ
১. উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারে সদস্য গ্রহণ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে সদস্য গ্রহণ করা হবে। সদস্যদের ১০০ টাকা দিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও সাধারন সদস্যদের বার্ষিক চাদা ৫০০ টাকা ও অ্যাসোসিয়েট সদস্যদের চাদা ১০০ টাকা গ্রহণ করা হবে।
২. সদস্য নিবন্ধন ফি সংগ্রহের জন্য বিক্যাশ অ্যাকাউন্ট চালুর সিদ্ধান্ত নেয়া হয়। অনলাইন ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়।
৩. স্কুল ও কলেজগুলোতে অ্যাক্টিভেশন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
৪. চ্যাপ্টারের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
 


বাংলা উইকিপিডিয়ার ১০ বছর উদযাপন
১. দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এমন উইকিপিডিয়ানদের সম্মাননা দেয়া।
১.১ উদযাপন নিয়ে বিশেষ প্রকাশনার পরিকল্পনা নেয়া যায় কিনা তা ভাবা হচ্ছে।
১.২ ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা জানান দেয়।
২. কলকাতার উইকিপিডিয়ানদের সমন্বয়ে ১০ বছর উদযাপন অনুষ্ঠানের প্ল্যান করা। বাংলাদেশ ও ভারতে দুটো আলাদা অনুষ্ঠান করে সমাপনী অনুষ্ঠান বাংলাদেশে করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করা।
৩. ফটোওয়াক প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত হয়।
৪. তিনমাস ব্যাপী অনুষ্ঠান পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। জিমি বাংলাদেশে আসতে পারে বলে সে হিসেবে দিনক্ষনের হিসেব করা।
৫. একটি বিশেষ ডকুমেন্টারি করার পরিকল্পনা নেয়া হয়।
৬. ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ১০টি ক্যাম্পেইন করার পরিকল্পনা।
৭. উইকিপিডিয়ার ব্যবহারকারী বাড়ানোর জন্য স্কুলগুলোতে ক্যাম্পেইন করার উদ্যোগ।
৮. নতুন উইকিপিডিয়ানদের জন্য উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে করার পরিকল্পনা।
৯. কন্ট্রিবিউটর ডে, ফটোওয়াক আয়োজনের জন্য কমিটি করা হয়েছে। উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে নিয়ে বেলায়েত ভাই, হাছিব ভাই ও সজীব মিয়াকে নিয়ে একটি প্রাথমিক কমিটি করা হয়েছে। ফটোওয়াকের জন্য তানভীর মোর্শেদ, নাহিদকে কমিটি করা হয়েছে।
১০. উইকিপিডিয়া জিরো নিয়ে অ্যাক্টিভেশন চালানো।
১১. দুদিনের গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে বেলায়েত ভাইকে পরিকল্পনা গ্রহণের আহ্ববান জানানো হয়েছে। এই উদযাপনে সব অ্যাডমিনকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২. এছাড়াও অ্যাকটিভেশন কমিটি ও গ্র্যান্ট কমিটি তৈরি করা হয়েছে।
১৩. পরবর্তী মিটিংয়ের দিন ঠিক করা হয়েছে শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪।



-জাহিদ হোসাইন খান আশা
User:Aashaa

_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn