ছবির সংখ্যা হবে ৭১২৩। পূর্বের মেইলে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।


From: Wikipedia-BN <wikipedia-bn-bounces@lists.wikimedia.org> on behalf of Nahid Sultan <nahid@wikimedia.org.bd>
Sent: Monday, October 3, 2016 10:02 PM
To: Wikimedia Bangladesh
Cc: Bangla Wikipedia
Subject: [Wikipedia-BN] উইকি লাভস মনুমেন্টস ছবি প্রতিযোগিতার নির্বাচক ও নির্বাচন প্রক্রিয়া
 

সুধী,
সদ্য শেষ হওয়া উইকি লাভস মনুমেন্টস ছবি প্রতিযোগিতায় বাংলাদেশ অংশে ২০৭ জন আপলোডকারী মোট ৭১১২৩টি ছবি জমা দিয়েছেন। বাংলাদেশের ছবিগুলো পর্যালোচনা করার জন্য ৬জন জাজ থাকবেন। তারা হলেন,

* মনিরুল আলম, বাংলাদেশ (চিফ ডেপুটি ফটো-সাংবাদিক, দৈনিক প্রথম আলো)
* আক্কাস মাহমুদ, বাংলাদেশ (প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন)
* কিম হ্যানসন, ডেনমার্ক (উইকিমিডিয়া কমন্স)
* ডব্লিউ. কার্টার, সুইডেন (উইকিমিডিয়া কমন্স)
* টনি জিন, যুক্তরাষ্ট্র (উইকিমিডিয়া কমন্স)
* কলিন, যুক্তরাজ্য (উইকিমিডিয়া কমন্স)

যে প্রক্রিয়ায় ছবিগুলো বাছাই করা হবে:

* প্রথম রাউন্ডে প্রতিটি ছবি ’হ্যাঁ/না’ ভোটের মাধ্যমে পরবর্তি রাউন্ডে নির্বাচিত হবে।
* দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক জুড়ি সদস্যগণ আলাদা আলাদাভাবে রেটিং করবেন। সেখান থেকে ৬০০ এরমত ছবি পরবর্তী রাউন্ডে যাবে।
* তৃতীয় রাউন্ডেও রেটিং এর মাধ্যমে ছবি আরও কমানো হবে।
* চতুর্থ রাউন্ডে ছবির সংখ্যার উপর ভিত্তি করে জুড়ি সদস্যগণ নিজেদের মধ্যে অনলাইন মিটিং এর মাধ্যমে অথবা রেটিং এর মাধ্যমে ক্রমানুসারে ৩০/৪০টি ছবি নির্বাচন করবেন।

উপরে কতটি রেটিং রাউন্ড হবে সেটি নির্ভর করছে প্রথম রাউন্ডের পর ছবির সংখ্যার উপর। আমরা ইতিমধ্যে ছবি বাছাইয়ের কাজ শুরু করেছি। ৩০ তারিখের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশ নিয়ে অথবা অন্যকোনভাবে আমাদের আয়োজনে সহয়তা করায় সবাইকে আবারও ধন্যবাদ। শুভ কামনা :)

ধন্যবাদ।