সুধী,

আপনারা নিশ্চয়ই অবগত যে, উইকি লাভস বাটারফ্লাই প্রকল্পটি বিগত চার বছর ধরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের র‍্যাপিড গ্রান্টস অনুদানের সাহায্যে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত প্রজাপতির প্রজাতি এবং উপ-প্রজাতির ছবি, তার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে চলেছে। আমরা চার বছর এই প্রকল্পটি সাফল্যের সাথে সমাপন করেছি এবং যথাসময়ে প্রতিবেদনগুলি জমা করেছি। এই বছর উইকি লাভস বাটারফ্লাই প্রকল্পটি পঞ্চম বর্ষে পদার্পন করবে। প্রজাপতি বিষয়ক কার্যকলাপ এবং জ্ঞান বিতরণ আরও সুষ্ঠ ভাবে এবং বৃহত্তর মাত্রায় করার উদ্দেশ্যে এই বার প্রজেক্ট অনুদানের আবেদন করা হয়েছে। এই অনুদানের আবেদনের বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখানে দিতে পারেন - https://meta.wikimedia.org/wiki/Grants:Project/Atudu/Wiki_Loves_Butterfly_-_Phase_V


ধন্যবাদান্তে,

অনন্যা

(ব্যবহারকারী:Atudu)

উইকি লাভস বাটারফ্লাই দলের পক্ষ থেকে