প্রিয় সবাই,
গত ২রা আগস্ট ২০১৮ তারিখে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া (https://sat.wikipedia.org) চালু হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপালের সাঁওতালি সম্প্রদায়ের উইকিপিডিয়ানরা একসাথে কাজ করার ফলেই এটি সম্ভব হয়েছে। সাঁওতালি ভাষার উইকিপিডিয়ায় সাঁওতালিদের নিজস্ব লিপি অলচিকি লিপি
ব্যবহার করে করা হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা। বাংলাদেশে এটি নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন মানিক সারেন। মানিক ভাই ও তার দলকে অভিনন্দন।
উল্লেখ্য, সাঁওতালি ভাষার উইকিপিডিয়া চালুর জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করা হলে ২০১৭ সালের ফ্রেবুয়ারি থেকে সেটি গতি পায়। এসময় বিশেষ করে বাংলাদেশ ও ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহী উইকিপিডিয়ানরা একত্রে সাইটটি তৈরির জন্য কাজ করেন। এরমধ্যে উইকিমিডিয়া
বাংলাদেশ থেকে ২০১২ সালে দিনাজপুরে সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। তারপর অনেকদিন কাজ থেমে থাকে। সাইটটি দ্রুত চালু করার ব্যাপারে, ২০১৭ সালের সেপ্টেম্বরে ঢাকা উইকিপিডিয়া আড্ডায় বাংলাদেশের আগ্রহী সাঁওতালি সম্প্রদায়ের সাথে উইকিমিডিয়া
বাংলাদেশের একটি আলোচনা হয়। আগ্রহীদের সহযোগিতায় পরবর্তীতে ২০১৭-এর ৩০শে ডিসেম্বরে ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ একটি কর্মশালার নেয়। যেখানে ভারতের সাঁওতালি উইকিপিডিয়ানদের সাথেও অনলাইনে আলোচনা হয়। এরমধ্যে, ১১ই মার্চ ২০১৮ তারিখে ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের জন্য
কর্মশালার আয়োজন করা হয়। ২৮শে জুন ২০১৮ তারিখে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া - উইকিমিডিয়ার ভাষা কমিটির অনুমোদন লাভ করে এবং ২রা আগস্ট ২০১৮ তারিখে sat.wikipedia.org সাইটটি তৈরির মাধ্যমে সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।
ধন্যবাদ