ধন্যবাদ নাহিদ ভাই বিষয়টা পরিস্কারভাবে তুলে ধরার জন্য। এধরণের কার্যক্রম আমরা সামনের দিনগুলোতে করতেই পারি।2016-01-31 0:33 GMT+06:00 Nahid Hossain <nahid.rajbd09@gmail.com>:_______________________________________________আমি যদি তাদের কে ব্যাপার এ টা সম্পর্কে কনভেন্স করতে পারি এবং আমরা সরাসরি ছাত্রদের কে বই দেওয়ার ব্যাবস্থা করতে পারি তাহলে ছাত্ররা নিজেরাও উপকৃত হবে। আজকে দেখলাম এই ব্যাপারটাতে তারা বেশ আগ্রহী এবং খুব সাগ্রহেই অংশ নিয়েছে।আমার কাছে পরীক্ষা নেওয়ার সময়কার কিছু ছবি আছে। তবে যেহেতু এটা হঠাৎ এবং স্পন্সর আমাদের কে উদ্দেশ্য করে বইগুলা দেয়নি এবং আমরাও তাদের কে অবহিত করিনি এই বিষয়ে তাই আমি ছবিগুলো পাবলিকলি প্রকাশ করতে পারছি না।আমি চেষ্টা করছি পাবলিশারদের সাথে যোগাযোগ করার। তারা নতুন বছরের ছাত্রদের জন্য সৌজন্য কপি কিছু দিয়ে থাকে। শিক্ষকরা এসব বই বেশিরভাগ সময় ই তাদের নিজেদে কাছে রেখে দেয় এবং কয়েকজন শিক্ষক আবার বাজারে বিক্রি করে দেয় অল্প কিছু টাকার বিনিময়ে।তাছাড়াও কিছু বই যদি আমরা নিজেরাই কিনে নিতে পারি তাহলে আমাদের ব্যানারে প্রচার চালিয়ে এসব প্রতিযোগীতা করানো যেতে পারি। প্রতি বছর ই একটা করে নতুন বর্ষ যোগ হয়। এবং এদের এনার্জি লেভেল টাও তুলনামূলক বেশি থাকে। একবার এদের কে কোনকিছু ধরায়ে দিলে সেটা নিয়েই পড়ে থাকবে এবং সহজে ধৈর্য্য হারাবে না।ধন্যবাদ সবাইকে বিষয়টা গুরুত্ব সহকারে নেওয়ার জন্য।
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
--Regards,
Tanweer
_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn