সুধী,
গতকাল ৪ই নভেম্বর, তেল আভিভে অনুষ্ঠিত গ্ল্যামউইকি কনফারেন্সে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথেরিন মাহের তাঁর ভাষণে বাংলা উইকিসংকলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উইকিসংকলন প্রকল্পগুলিকে সহায়তা প্রদান করা হবে। কোন রকম সাংগঠনিক সহায়তা ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উদ্যোগে পরিচালনাধীন উইকিসংকলনের পক্ষে এই বার্তা অত্যন্ত আশাপ্রদ। বাংলা উইকিসংকলনের স্বেচ্ছাসেবীদের কাজ যে সকলের নজরে আসছে, এটিও অত্যন্ত সুখের বিষয় বলে মনে করি। শুভেচ্ছান্তে, বোধিসত্ত্ব
ভিডিও লিঙ্ক - https://www.youtube.com/watch?v=NAWsuDU1CMU https://www.youtube.com/watch?v=NAWsuDU1CMU&feature=share&fbclid=IwAR0Of5g-Wju56r62AHrXrGD2myIH0XaIwFTLhzKVy7HpfU3UxmYFXPi3M1s (১:১৫:২৪ থেকে)