আগেই বলে নেই এটি সম্পূর্ন অ:ট:

ফেসবুক এবং ব্যক্তিগত মারফত এই আয়োজনের দাওয়াত পেয়েছি এবং কমিউনিটর সবাইকে দাওয়াত দিতে বলেছিলেন আয়োজকবৃন্দ যাতে কমিউনিটির অনেকে আসে। তাই এখানে দিলাম।

২০১১ সালের ১১ই ফেব্রুয়ারী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিটিজেন জার্নালিজম ভিত্তিক ব্লগের সূচনা করে। এক বছর সাফল্যের সাথে সমাপ্ত করার পরে আগামী ১২ই ফেব্রুয়ারী আমরা ব্লগের প্রথম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এদিন মেধাবী সিটিজেন জার্নালিস্টদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানানো হবে যারা নতুন ধারার সাংবাবিদকতা ও এ্যাক্টিভিজম চর্চা করে বিকল্প মিডিয়া হিসাবে একে গড়ে তুলেছে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষনসমূহ:

- প্রায় দুই শ ব্লগার, সাংবাদিক ও বিভিন্ন ব্লগের এ্যাডমিন অনুষ্ঠানে অংশ নেবেন;
- সিটিজেন জার্নালিজমের প্রয়োজনীয়তা বিধৃত করে পোস্টার, ম্যানুয়াল-লিফলেট তৈরী ও বিতরণ করা হবে;;
- মেইনস্ট্রিম মিডিয়া ছাড়াও অনুষ্ঠানটি ওয়েব, ব্লগ ও নিউজসাইটে সরাসরি সম্প্রচারিত হবে;
- ব্লগারদের লেখা বিভিন্ন পোস্টের একটা সংকলন বই আকারে প্রকাশ হবে অনুষ্ঠানে।

অনুষ্ঠানের কার্যসূচি:

৫.০০: অতিথিদের আগমন
৫.০৫: জাতীয় সংগীত
৫.১০: বিগত বৎসরের উল্লেখযোগ্য ব্লগ প্রদর্শন
৫.৩০: বইয়ের মোড়ক উন্মোচন
৫.৪০: সিটিজেন জার্নালিজম বিষয়ে কথা বলবেন প্রধান সম্পাদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
৬.০০: সিটিজেন জার্নালিজম নিয়ে প্রশ্নোত্তর পর্ব
৭.০০: সিটিজেন জার্নালিস্টদের সম্মাননা প্রদান
৭.৩০: আমন্ত্রিত অতিথিদের বক্তব্য
৮.০০: পডকাস্ট বিষয়ে আলোচনা
৮.৫০: সমাপনী বক্তব্য
৯.০০: আপ্যায়ন

বিকল্প মিডিয়ার এই উল্লেখযোগ্য অনুষ্ঠানে আপনি বিশেষভাবে আমন্ত্রিত।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh
2048R/89C932E1
Volunteer
, FOSS Bangladesh && Mozilla Reps
01611151550