প্রিয় সবাই,
শুভেচ্ছা। আশা করি অাপনারা জানেন চলতি বছর জার্মানির বার্লিনে শুরু হতে যাওয়া উইকিমিডিয়া চ্যাপ্টার কনফারেন্সে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে আমি এবং তানভির মাের্শেদ যোগ দিচ্ছি। সব ঠিক থাকলে আগামীকাল রাত ২.১৫ মিনিটে আমাদের বিমান ছাড়বে। আমরা আগামী ২৭ তারিখ দেশে ফিরবো ইনশাআল্লাহ। এবারের সম্মেলনে আমরা আগামী বছর কি কি কাজ করবো তার একটা রূপরেখা বা পরিকল্পনা অন্যান্য চ্যাপ্টারের সঙ্গে শেয়ার করে আসতে চাই।
আমাদের আরেক সদস্য মহীন রীয়াদও এ সম্মেলনে যােগ দেওয়ার কথা রয়েছে। তবে মহীন এখনও ভিসা পায়নি। ওর ফ্লাইট ২০ এপ্রিল রাতে। এর মধ্যে সে ভিসা পেলে সেও আমাদের সঙ্গে যোগ দেবে।
আগের বারের ন্যায় এবারও আমাদের নানা কার্যক্রমের ছবি দিয়ে তৈরি করা বিশেষ দুটি ব্যানার নিয়ে যাচ্ছি আমরা। এটা আর কোন চ্যাপ্টার করে না। এদিক দিয়ে এটা আমাদের জন্য ভালো। এর আগেরটা বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া প্রতিটা চ্যাপ্টারই কিছু না কিছু ছোট খাবার নিয়ে যায়। তাই আমরাও প্রায় শতাধিক ম্যাংগো বার নিয়ে যাচ্ছি।
--
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)