প্রিয় সবাই,

ঈদের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৭’। দেশের প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ছবি নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বারের মতো এ আয়োজনে বাংলাদেশ অংশ নিয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে 
এ আয়োজনে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যে কোন স্থাপনার  ছবি আপলোড করা যাবে। 

এই প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন
। বিস্তারিত জানা যাবে https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2017_in_Bangladesh 
ঠিকানায়।

এ আয়োজনে অংশ নেয়ার
সবাইকে আমন্ত্রণ
​।​
 

-- 
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)
User: Hasive | GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia